STORYMIRROR

Susmita Sau

Classics

1.0  

Susmita Sau

Classics

শুভ গোলাপ দিবস

শুভ গোলাপ দিবস

1 min
834


একটু অন্য রকম Rose day


আজ নাকি Rose day

আচ্ছা রোজ কেনো হয়না? আজ একটা দিন হয়ে লাভ টা কার?

লাভ তো তার,সেই ছেলেটার যে গায়ে জ্বর নিয়েও আজ সকাল থেকে রাস্তায় ছুটছে | হাতে তার গোলাপ | প্রতিটা গাড়ীর সামনে এগিয়ে যাচ্ছে | বিক্রীর আশায় | বাড়িতে অসুস্থ মা , দু দিন না খেয়ে থাকা ছোট্ট বোন টা,উফ্ এখন তো নিজের শরীরের কথা ভাবলে হবে না | ছুটতে হবে,প্রতিটা গাড়ীর কাছে যেন একটা গাড়ীও মিস্ না হয়|

রোজ তো আর আসবে না এই দিনটা|

  হোক না একটা দিন আজ তো খালি পেট গুলিতে কিছু খাবার জুটবে | এটা কিন্তু ওই ছেলেটা ছাড়া আর কেউ বুঝবে না| ওই যে ঠাণ্ডা গাড়ীর ভিতরে বসা লোকটা যে তার প্রেমিকা র জন্য ফুল কিনলো পাঁচটাকা কম দিয়ে সে কি বুঝবে? নাকি ওই সুন্দরী মেয়েটি যে তার বয়ফ্রেন্ড কে দেবার জন্য কিনলো সে বুঝবে?আর ওই যে একদল কলেজে পড়া ছেলে মেয়ে যারা কিনলো সামান্য কিন্তু ফোটো তুললো অনেক,ওই কি সব যেন সোস্যাল মিডিয়ায় দেবে…দিক না ছেলেটার কি এসে গেলো বিক্রী হলেই তার হলো | ছেলেটা ভাবে যদি রোজ এমন হোতো তো …………………


Rate this content
Log in

Similar bengali story from Classics