STORYMIRROR

Ashis Guha

Fantasy

1  

Ashis Guha

Fantasy

শীত আসে শীত যায়-৩

শীত আসে শীত যায়-৩

1 min
399

শীতের এক রাতে সবাই যখন লেপের উষ্ণতায় গভীর ঘুমে আচ্ছন্ন, পার্কের পাশে একটা চারতলা ফ্ল্যাট বাড়ি তিনতলার একটা ঘর থেকে প্রচন্ড ধোঁয়া বের হচ্ছে, ব্যাপারটা নজরে আসে মদনের। সেই ধোঁয়া দেখে মদন প্রচন্ড জোরে বাঁশি বাজাতে থাকে, সাথে চিৎকার করে বলে," সবাই পালাও, আগুন লেগেছে"। আসলে মদনের সব সময়ই আগুনের ভয়, কোথাও আগুন দেখলেই ও ভয়ে চিৎকার করতে থাকে। সেই রাতে ওর চিৎকার শুনে ফ্ল্যাট বাড়ির সবার ঘুম ভেঙে যায়, আগুন দেখে দমকল অফিসে খবর দেয়, দমকল বাহিনীর তৎপরতায় রক্ষা পায় অনেকের প্রাণ।

এই ভাবেই শীত আসে শীত যায় মদন পাগলেরা রক্ষা করে মানুষের প্রাণ....


Rate this content
Log in

Similar bengali story from Fantasy