আশার আলো
আশার আলো


রাজপথের ধারে এক পাগলী, মহিলা পথচারী দেখলেই কেঁদেকেটে কিছু একটা বলতে চায়। আর পুরুষ দেখলেই ঢিল ছুড়ে মারে। সেই পাগলীটি মা হয়েছে, সমাজের কোনো ঘৃণ্য পুরুষের লালসার স্বীকার। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়লো।
নবজাতকের জীবন বাঁচাতে তাদের এক আশ্রমে রাখা হলো। আশ্রমে সারাক্ষণ মা তার সন্তান পালনে ব্যস্ত।
ঝড়ের তান্ডবে যখন বৃক্ষের বীজ স্থানান্তরিত হয় তখন নতুন স্থানেও সৃষ্টিকর্তা নতুন গাছের সৃষ্টি করে।
অমানবিকতার ফসল এই নবজাতকের মধ্যে হয়তো খুঁজে পেয়েছে মা এক আশার আলো।