শীত আসে শীত যায়-২
শীত আসে শীত যায়-২
মদন পাগলা দিনের বেলা পার্কের এক কোনে একটা গাছের তলায় ঘুমায় আর সারারাত জেগে থাকে।
কোথা থেকে একটা বাঁশি জোগাড় করে সারারাত রাস্তায় টহল দেয় আর গাড়ি দেখলেই সমানে বাঁশি বাজাতে থাকে, ফুটপাতে যারা ঘুমিয়ে থাকে, তাদের সাবধান করে দেয়, চিৎকার করে বলে " সাবধান... গাড়ি আসছে......"
সবাই মদন পাগলাকে, 'পাগলা চৌকিদার'ও বলে।
যে যা বলুক, মদনের কিছু যায় আসেনা।
শীত আসে শীত যায়, মদনের রাত পাহারা চলতেই থাকে......