Ashis Guha

Tragedy

2  

Ashis Guha

Tragedy

শীত আসে শীত যায়-৪

শীত আসে শীত যায়-৪

1 min
445


মদনের অনেক বয়স হয়েছে, আগের মতো আর জোরে জোরে বাঁশি বাজাতে পারেনা। ফুটপাতের এককোনে হাতে একটা লাঠি নিয়ে সারা রাত বসে থাকে, রাত পাহারার অভ্যেসটা এখনো রয়েছে।

এক রাতে একটা লাল রঙের দামি গাড়ি এসে ফুটপাতের পাশে দাঁড়ায়, গাড়ি থেকে মাঝ বয়সী ভদ্রলোক নেমে এসে মদনকে বলে, " আপনি তো এখানে অনেক কষ্টে থাকেন, চলুন আমার সাথে, আমার বাগান বাড়িতে, ওখানে আপনি নিজের বাড়ি মনে করে থাকবেন, আপনার কোনো অসুবিধা হবেনা"। মদন মুচকি হেসে বলে, " আমি আপনার এই লাল গাড়িটা চিনতে পেরেছি, এত যুগ পর আমায় ক্ষতি পূরণ দিতে এসেছেন? আমি তো এখন জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছি, আমার কিছুই লাগবেনা, সেদিনের অপরাধের জন্য যদি মনে একটুও কষ্ট অনুভব করেন, তবে কাঁদুনি আর ওর মায়ের আত্মা শান্তি পাবে। দয়া করে এবার আপনি যেতে পারেন, ওদের স্মৃতিকে আঁকড়ে ধরে, আমাকে জীবনের বাকি দিন গুলি কাটাতে দিন।

আমি চাই ওই রকম শীতের রাত যেন, কারোর জীবনে কখনো আসেনা…...."


Rate this content
Log in

Similar bengali story from Tragedy