শেষ চিঠি
শেষ চিঠি
গীতের লেখা শেষ চিঠি বিতানের জন্য ............
তোকে আজ কেন নিজের করে পেতে ইচ্ছা করছে বলতে পারিস বিতান? কেন তোকে বলতে চাই তোকে খুব খুব ভালোবাসি? তোকে ছাড়া আমার কোন অস্তিত্ব নেই। তুই যেদিন পার্কে আমার হাত ধরে এই কথাগুলিই আমাকে বলেছিলি আমি তোকে পাত্তা দিইনি। জানিনা কেন। হয়ত তুই কাছে ছিলি বলেই তোর ভালোবাসা বুঝতে পারিনি। কিন্তু আজ যখন তুই তোর বিয়ের নিমন্ত্রণ পত্র দিয়ে গেলি কেন জানিনা মনে হল তোকে আমি হারিয়ে ফেললাম তাই হয়ত তোকে পাওয়ার ইচ্ছাটাও অনুভব করলাম। এটা কেন হয় বলত—মানুষ যা হারিয়ে ফেলে সেটাকেই পেতে চায়? আমার বিশ্বা এটা ঈশ্বরের সৃষ্টি করা মনের জন্যই হয়। তিনি "মন" নামক বস্তুটিকে সব থেকে অবুঝ ও অবাধ্য বানিয়েছেন অথচ সকল সূক্ষ্ম অনুভূতিগুলিকে অনুভব করার দায়িত্বও তাকেই দিয়েছেন।
যাক্ আমি তোকে ছেড়ে চলে গেলাম দূরে, বহুদূরে। তুই চাইলেও য
েখান থেকে আমাকে আর ফিরিয়ে আনতে পারবি না। আমার বিশ্বাস আজ আমি যেমন তোকে হারানোর পর ফিরে পেতে চাইছি, তুইও আমাকে হারানোর পর ফিরে পেতে চাইবি। আর সেটাই হবে তোকে হারিয়েও সারাজীবনের জন্য তোকে আমার করে পাওয়া ও তোর মনে এবং ভালোবাসায় বেঁচে থাকা।
ইতি
তোর গীত