সেই রহস্যময়ী রাত
সেই রহস্যময়ী রাত


রাতে শুয়ে শুয়ে গান শুনছিলাম রুমে একা একা,,,
রাত তখন মনে হয় ২.৩০টা বাজে।
বাড়ির সকলে তখন ঘুমিয়ে গেছে, কিন্তু আমার ঘুম একদমি আসছিলো না তাই গান শুনছিলাম।
হঠাৎ করেই বাইরে থেকে ধূপ করে কিছু একটা ভাঙার আওয়াজ আসলো,
মনে হলো কোন গাছ ভেঙে পড়লো,,
হেডফোনে আস্তে সাউন্ড থাকার কারনে বাইরের আওয়াজ টা বেস জোরেই শুনতে পেলাম,,,
কিছুক্ষন গান বন্ধ করে চুপ করে রইলাম দেখি আওয়াজটা আবার হয় কি না,,,
কিন্তু আর কোন রকম আওয়াজ ভেসে আসলো না।
তারপর আমি আবারো গান শোনায় মনোযোগ দিলাম।
কিছুক্ষন পর বেশ জোরে শব্দ হলো
এবার আওয়াজ টা শুনে আর চুপ করে রুমে বসে থাকতে পারলাম না,,,
হেডফোন কান থেকে ফেলে দিয়ে রুমের দরজা খুলে বাইরে বের হলাম,,,,,
দরজা খুলে বারান্দায় এসে দেখি বাড়ির ভেতরে দিয়ে কেমন যেন কুয়াশায় ঢেকে গেছে,,
মানে আমি এ পাশে দাড়িয়ে থেকে আরেক পাশ দেখতে পাচ্ছি না,
এমন অবস্থা হয়ে গেছে,,,, আর কেমন গরম হাওয়া গায়ে লাগছে,,,
পুরো বাড়ি মনে হচ্ছে সাদা ধোয়ায় পরিপূর্ণ হয়ে গেছে,
কিচ্ছু দেখা যাচ্ছে না,,
আমি হতবিহ্বল হয়ে দাড়িয়ে সব দেখছি,,,
তারপর খেয়াল করলাম একটু উঠোনের মধ্যে কালো কালো কিছু একটা মনে হচ্ছে,
এই কুয়াশার জন্য কিচ্ছু বোঝা যাচ্ছে না,,,
আমার ভয় করছিলো একটু একটু কিন্তু কৌতূহল ও হলো কি ও আসলে ওটা পড়ে আছে,,
তাই ধীরে ধীরে গেটের সামনে এসে গেট খুলে উঠোনের মাঝখানে গেলাম,,
কাছে গিয়ে দেখি একটা কালো কুকুর মরে পড়ে আছে,,
বুঝলাম না কিছু,,, কালো কুকুর এভাবে মরে পড়ে আছে,,,
তারমানে রুমের দরজার পাশ থেকে এটাই দেখেছিলাম,,,,
আবার খেয়াল করলাম পিছন দিক তাকিয়ে উঠোনের বড় আম গাছের একটা মোটা ডাল উঠোনে ভেঙে পড়ে আছে,,
তখন মনে হলো এই ডাল ভাঙার আওয়াজ পাইছিলাম তখন,,,
সত্যি বুঝতে পারছি না কি হচ্ছে এসব এখানে,,,,
ডাল ভেঙে যাওয়া,, কুকুর মরে থাকা, পুরো বাড়ি সাদা ধোয়ার মত কুয়াশায় ঢেকে যাওয়া সত্যি বড়ই রহস্য জনক,,
তারপর আবার পাশে যা দেখলাম তা দেখে নিজেকে ঠিক রাখতে পারলাম না,,
দেখলাম আমার নিজের লাশ,,, মানে আমি
আমি নিজেই কবরের মধ্যে শুয়ে আছি,,,,,,,
গায়ে কাফনের কাপড় জড়ানো,,, মুখটা শুধু বের করা,,,
এসব দেখে কেমন যেন হয়ে গেলাম,,
নিজেকে আর ঠিক রাখতে পারলাম না,,
তারপর যা দেখলাম তারপর তো,,,
দেখলাম আমার লাশটা কবরের মধ্যে থেকে ভয়ানক ভাবে হাসতেছে আমার দিকে তাকিয়ে
চোখটা রক্ত লাল হয়ে ছিলো,,,
আর আমাকে ওর দিকে ইশার করছে কাফনের মধ্যে থেকে হাত বের করে,,,
এটা দেখে আমার হাত পা পুরো শরীর মনে অসার হয়ে যাচ্ছে,,,
পুরো শরীর কেমন ঠান্ডা হয়ে আসছে,,,,
আবার দেখলাম মরা কুকুরটাও হুট করে উঠে গিয়ে আমার সামনে বসলো,,,
ওর রক্ত বর্ন চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে রইলো,,,
চারদিকে যেন গরম হাওয়া ঝড়ো হাওয়ার মত বইতে লাগলো,
দেখে মনে হচ্ছে কাল বৈশাখি ঝড় শুরু হয়ে গেছে,,,
সাথে বাড়তে লাগলো ধোয়া রুপী কুয়াশা,,,
পুরো বাড়ি যেন সাদা ধোয়ার পরিপূর্ণ হয়ে গেলো শুধু ঐ জায়গা টুকো বাদে যেখানে আমি দাড়িয়ে আছি,,,
এত ঝড় শুরু হলো যে সবকিছু যেন ভেঙে চুরে খানখান হয়ে যাবে,,,,
আম গাছের ডাল দুমড়ে মুচড়ে ভেঙে পড়ছে আমার চোখের সামনে,,,,
কিচ্ছু বুঝতে পারছি না কি করবো,,,
আমি পাথরের মূর্তির মত দাঁড়িয়ে দাড়িয়ে সব দেখছি,,,,
সামনে কুকুর টা রক্ত বর্ন চোখে আমার দিকে তাকিয়ে আছে,,
আর কবরের মধ্যে থেকে আমি রুপী লাশটা আমার দিকে রক্ত বর্ন তাকিয়ে ভয়ানক ভাবে হাসছে,,,,
আর কাফনের মধ্যে থেকে হাত বের করে ইশারা করে ডাকছে আমাকে,
আর সহ্য করতে পারলাম না এতসব ভয়ানক দৃশ্য দেখে,,
সাথে সাথে অজ্ঞান হয়ে ধপাস করে মাটিতে পড়ে গেলাম,,
তারপর আর কিচ্ছু মনে নেই
জ্ঞান ফেরার পর দেখি বিছানায় শুয়ে আছি
পাশে মা বাবা বসে আছে,,
বাবার মুখে শুনলাম আমি নাকি উঠোনের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে ছিলাম,,,
কিচ্ছু বলতে পারছি না শুধু মা বাবার দিকে তাকিয়ে আছি,,
বাবা দোয়া দরুদ পড়ে ফু দিচ্ছে আমাকে,
মা ও মাথায় হাত বুলিয়ে দিচ্ছে,,
চুপচাপ তাকিয়ে আছি আমি,,
এভাবে পুরো এক সপ্তাহ আমার মুখে কোন কথা ছিলো না,,,
কথা পুরোপুরি বন্ধ ছিলো৷
সাতদিন পর যখন কথা বলতে শুরু করলাম তখন মা বাবাকে সবটা খুলে বললাম কি কি হয়েছিলো আমার সাথে,,,,,
মা বাবা তো খুব ভয় পেয়ে গেলো এসব শুনে
বাবা একজন হজুরকে ডাকলেন আমাকে দেখে যাওয়ার জন্য,,,
তাকেও সবকিছু খুলে বললাম কি কি হয়েছিলো,,,
কিন্তু হজুর ও বুঝতে পারলেন না আসলে এসব কিছু কেন ঘটেছিলো
শুধু বলে গেলেন খারাপ কিছুর আছর হয়েছে তোমার ওপর,,
তাবিজ বেঁধে দেই আর কোন সমস্যা হবে না
ঠিক হয়ে যাবে,,,
এর বেশি কিছু বললেন না
তারপর তাবিজ কবজ দিয়ে গেলেন,,আমাকে
তারপর এক মাস কেটে গেলো,,
আর কোন সমস্যা হয়নি,,,
কিন্তু এখনো মাঝে মাঝে মনে পড়ে সে রাতের কথা,,
মনে পড়লেই যেন পুরো শরীরের লোম খাড়া হয়ে যায়,,
পুরো শরীর কেঁপে উঠে,,
অনেক প্রশ্ন মনের মধ্যে কড়া নারে,,
সত্যি কি শুধু খারাপ কিছুর আছর হয়েছিলো??
কেন আমি দেখলাম নিজের লাশ??
ঐ কুকুর টাই বা কেন রক্ত বর্ন চোখে আমার দিকে তাকিয়ে ছিলো??
কেনই বা আমার লাশ আমাকে ইশারা করছিলো আর হাসতেছিলো??
কেনই বা এ রাতে ওইরকম ঝড় উঠেছিলো??
এসবের উত্তর এখনো জানি না,,,
জানি না কেন ওসব হয়েছিলো ঐ রাতে,,
আজও অজানা সব উত্তর,,
এ রহস্য শুধু রহস্যই রয়ে গেলো,,,,, রহস্যর কোন সমাধান আর পেলাম না,,,,,
অজানা রয়ে গেলো সেই সাদা ধোয়ার রাতের ভয়ানক মূহুর্ত,,,
ঐ রহস্যময়ী রাতের ভয়ানক মূহুর্ত গুলো চোখের সামনে ঘটলো কিন্তু কেন ঘটলো তা রহস্যই রয়ে গেলো,,,,
কোন সমাধান আর হলো না,,,
আজও এসব ভেবে ঐ রহস্যময়ী রাতে আমার সাথে ঘটা ঘটনাগুলো কেন হলো কোন উত্তর খুঁজে পাই না
ভাবতে গেলে এখনো কাটা দিয়ে উঠে পুরো শরীরে,,
অজানা রহস্যের আড়ালে লুকিয়ে রইলো সেই রহস্যময়ী রাত,,,,,,