STORYMIRROR

Naziul Mamun

Romance Others

3  

Naziul Mamun

Romance Others

হারিয়ে গেলো ভালোবাসা

হারিয়ে গেলো ভালোবাসা

5 mins
207

সেই রাস্তায় হয়েছিলো দেখা সোনালী এক বিকেলে তোমার মনে আছে সায়ন্তনী???

মিষ্টি ঐ বিকেলে সেই রাস্তার মাঝখান দিয়ে আমরা দুজনাতে হাত ধরে হেঁটে চলছিলাম,,,

তোমার পড়নে ছিলো নীল শাড়ি,আর আমি পড়েছিলাম নীল পাঞ্জাবী,,

তোমার হাতে নীল রঙের কাঁচের চুড়ি, তোমার লম্বা চুলগুলো খোলা ছিলো,

বিকেলের মিষ্টি হাওয়ায় তোমার চুলগুলো এলোমেলো হয়ে উড়ছিলো,,,

তোমার সেই দঙিনা হাওয়ায় এলোমেলো চুলের মাঝে ডুবে যাওয়া তোমার মিষ্টি মুখটা খুব মনে পড়ছে জানো,,,,

আচ্ছা তোমার কি কিছু মনে পড়ে???

আমরা একসাথে হাত ধরে হাটতে হাটতে চলে গিয়ে ছিলাম সেই রাস্তার একেবারে শেষ ভাগে,,

তারপর দুজনে পাশাপাশি বসলাম নদীর পাড়ে,,

তখন বিকেলের সোনালী আলো আমাদের গায়ে এসে পড়ছিলো,,

কপালে নীল টিপের মধ্যে দিয়ে বিকেলের সোনালী আলো তোমার গায়ে পড়ায় তোমাকে তো তখন অপরুপ মায়াবী লাগছিলো,,,

মনে হয়েছিলো যেন কোন ডানাকাটা পরী আমার সামনে বসে আছে,,,

কতই না সুন্দর মূহুর্ত ছিলো সেটা,,

আমার আজও মনে সায়ন্তনী জানো তো সেই রাস্তায় এসে কতবার তুমি আইসক্রিম খাওয়ার জন্য বায়না করতে তখন

সেই রাস্তার কোণে ছোট্ট একটা আইসক্রিপ শপ ছিলো সেখানে এসে প্রতিদিন তুমি আইসক্রিম খেতে,,

তুমি বাচ্চা দের মতো বসে বসে আইসক্রিম খেতে সেটা আমি চেয়ে চেয়ে দেখতাম,,,

আইসক্রিম খাওয়ার সময় তোমার মুখে ঠোঁটে লেগে যেত তখন তো পুরো বাচ্চা দের মত লাগতো তোমাকে,,,

তোমার আইসক্রিম খাওয়া চেয়ে চেয়ে দেখতাম আমি,,,

জানো তো এখনো মনে পড়ে সেই রাস্তায় আমাদের প্রথম দেখার দিনটা,,

কীভাবে দেখা হয়ে গেছিলো তাই না,,,,

আমার সাইকেলের সাথে তোমার ধাক্কা লাগে

সেদিন ওভাবে ধাক্কা লাগায় কি বকাটাই না বকছিলে আমার এখনো মনে পড়লে হাসি পায়,,

এসব মাঝে মাঝে ভাবতে গিয়ে নিজের অজান্তেই হেসে উঠি,,,

এক চিলতে হাসি চলে হাসে মুখের কোণে

আচ্ছা তোমার কি এসব মনে পড়ে???

জানি না মনে পড়ে কি না,,

আচ্ছা বাদ দাও,,

তোমার কি এটা মনে আছে

আমরা দুজনে প্রায় প্রতিদিন সেই রাস্তার বড় বটগাছ তলার নিচে বসে মাঝে মাঝে কথা বলতাম

তুমি আমার কাঁধে কাঁধ রেখে বসে থাকতে আর আমি বকবক করে যেতাম আবার মাঝে মাঝে তো তুমি গানও শোনাতে???

মনযোগ দিয়ে পড়ন্ত বিকেলে বটতলার্ বসে তোমার গান শুনতাম,,

মাঝে মাঝে তো তুমিও আমাকে জোর করতে গান বলার জন্য,,,

তাই তো আমিও বলতাম,,,

নদীর পাড়ে ও তো মাঝে মাঝে গিটার নিয়ে আসতাম,,

দুজনে একসাথে গান করতাম,,,,

সন্ধ্যা হয়ে যেতো তবুও কাঁধে কাঁধ রেখে নদীর পাড়ে বসে থাকতাম দুজনে,,

কত সুখ দুঃখের আলাপ করতাম,,

সূর্য অস্তায়মান না হওয়া পর্যন্ত বসে থাকতাম দুজনে,,,

বিকেলের আকাশে লাল আভা যখন আকাশে ভেসে উঠতো তখন দুজনে পাশাপাশি হাঁটতে হাঁটতে চলে আসতাম,,,,

এভাবেই তো সেই রাস্তায় আমাদের মিষ্টি মূহুর্তগুলো সাক্ষী হয়ে আছে,,,,

কখন থেকে কথা বলছি অথচ দেখো তুমি একটা কথাও বলছো না,,,

চুপচাপ শুয়ে আছো,,,,

তুমি জানো তোমার এই চুপচাপ শুয়ে থাকা আজও তোমার এই রায়ানকে সবসময় কাঁদায়,,,,

দিনটা নকল হাসিমুখে কাটলেও রাতটা বারান্দায় বসে নিকোটিনের ধোয়া উড়িয়ে আর চোখের পানি ফেলে কাটিয়ে দেই,,

তুমি এখানে এসে ঘুমিয়ে যাওয়ার পর থেকে প্রতিটা রাত এখন আমার এভাবে কাটে,,,

তোমার এভাবে ঘুমিয়ে যাওয়াটা না সত্যি মেনে নিতে পারছি না,,,

জানো তো সেই রাস্তাটা এখনো আগের মতোই আছে,,,,

বিকেলের পড়ন্ত আলো,,, মিষ্টি মিষ্টি হাওয়া,,,,

সেই রাস্তাটাও না তোমাকে খুব মিস করে আমার মতো,,,,,

যাইহোক সেদিন হাসপাতালে যাওয়ার পর যখন ডাক্তারের মুখ থেকে শুনলাম তুমি বেশি সময় আর বাঁচবে না জানো তখন ঐ কথা শুনে বুকের মধ্যে কেমন লেগেছিলো,,,,

মনে হচ্ছিলো তখনি মরে যাই,,,,,

তোমার পাশে গিয়ে বসলাম তুমি তো চুপচাপ শুয়ে ছিলে,,,

কথাও বললে না,,,,,

চোখটা বন্ধ করে ছিলে,,,, যখন জানতে পারলাম তোমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে তখন মনে হচ্ছিলো নিজের পেট থেকে কিডনি বের করে তোমাকে দেই,,,,

কিন্তু আফসোস ততক্ষনে তুমি আমায় ফাঁকি দিয়ে চলে গেলে অচেতন ঘুমের দেশে,,

তুমি সবকিছু আমার থেকে লুকিয়ে ছিলে আর আমার সাথে ঝগড়া করে চলে আসলে যাতে আমি তোমাকে ঘৃণা করি আর ভুলেও যাই,,,,,

ভুলেও তো গেছিলাম কিন্তু তোমার খবর শুনে আর থাকতে পারিনি,,,,,

তারপর তোমার দেয়া চিঠি টা পড়তে পড়তে চোখের পানি অঝোরে গাল বেয়ে পড়ছিলো,,,,

কত ভুল বুঝেছিলাম তোমায় সেটা ও মনে পড়লো অথচ তুমি চলে যাবে বলে আমার জীবন থেকে সরে আসতে চাইছিলে অবশ্য সরেও গেছো,,,,

জানো তো তোমার ওপর খুব অভিমান হয় তুমি এমন কেন করেছিলে,,,,

এভাবে চলে আসার আগে কি বুঝতে পারছিলে না তুমি চলে আসার পর তোমার এই পাগল রায়ানের কি হবে,,,,

ভাবো নি তুমি,,,,, একা একা সার্থপরের মতো মাটির নিচে অচেতন ঘুমে ঘুমিয়ে গেলে আমাকে এভাবে একা ফেলে,,,,

চিন্তা করো না আমার জীবনটা যেভাবে যাচ্ছে খুব তারাতাড়ি তোমার সাথে আমিও এই মাটির নিচে অচেতন ঘুমের রাজ্য প্রবেশ করবো,,

খুব তারাতাড়ি,,,,,

হ্যা সুইসাইড হয়তো করবো না কিন্তু তোমার এই রায়ানের দিনরাত যেমন যাচ্ছে এমনিতেই সে শেষ হয়ে যাবে অচীরেই,,,,

তোমার সাথে অচেতন ঘুমের রাজ্য একসাথে থাকবো কেমন,,,,

খুব ভালো হবে তাই না,,,,

যেভাবে নিকোটিনের ধোয়া উড়াচ্ছি তাতে আমারও সময় বেশিদিন নাই মনে হয়,,,,

আর যদি বাঁচি ও একটা সময় তো তোমার মত অচেতন ভাবে ঘুমাতে হবে,,,

তখন বা যখনই হোক তোমাকে অচেতন ঘুমের রাজ্য একা থাকতে হবে না,,,

সাথে আমিও থাকবো,,,,,তোমার সাথে,,

এ জীবনে না হোক পরজীবনে মিল হবে এই রায়ান আর সায়ন্তনীর,,,,

মনে রেখো সায়ন্তনী,,,, তোমাকে একা আমি ছাড়বো না,,,, খুব তারাতাড়ি আসছি তোমার কাছে,,,,,

তখন সেই রাস্তাটাও থাকবে,,,, বিকেলের পড়ন্ত আলোও থাকবে,,,,,মিষ্টি মিষ্টি হাওয়াও থাকবে শুধু থাকবে না এ মূহুর্তে সময় কাটানোর মানুষগুলো,,,

রায়ান সায়ন্তনীর কবরের পাশে অনেক সময় বসে থাকার ওর সায়ন্তনীর কবরে এক গুচ্ছ লাল গোলাপ  দিয়ে এবার উঠে দাড়ালো,,,,

তারপর,,,,,

_ আসি সায়ন্তনী....খুব তারাতাড়ি তোমার কাছে আসছি,,,

এই কথা বলে রায়ান সেই রাস্তা ধরে হেঁটে চলে যেতে লাগলো,,,,,

সামনের দিকে......

তখনও ছিলো পড়ন্ত বিকেল,,, বিকেলের সোনালী আলো রায়ানের গায়ে পড়ছিলো,,

মিষ্টি মিষ্টি হাওয়া বইছিলো,,,,শুধু ছিলো না সে মূহুর্ত কাটানো মানুষগুলো,,,

রায়ান সেই রাস্তা ধরে একলা মনে এগিয়ে যাচ্ছে সামনের দিকে,,,,,

তার মনের মাঝে শুধু সায়ন্তনী আর সায়ন্তনী,,,

সেই রাস্তা ধরে সেই নদীর পাড়ে এসে বসলো রায়ান,,,,

তখন সূর্য অস্তায়মান যাবে,,,

আকাশে লাল আভা ভেসে উঠেছে,,

রায়ান এক মনে অপলকে তাকিয়ে আছে সূযর্র বিদায়বেলার দিকে,,,,,

আকাশের লাল আভায় নদীর পানি লাল হয়ে আছে,,,

এক মনে তাকিয়ে আছে রায়ান সে দিকে,,,

তার মনে হচ্ছে তার সায়ন্তনী তাকে হাতছানি দিয়ে ডাকছে তার কাছে,,,,,

সেই রাস্তায় হারিয়ে গেলো ভালোবাসা

মুছে গেলো রায়ান সায়ন্তনীর সব ভালোবাসার মূহুর্ত,,,,,

এক নিমেশে সব হারিয়ে গেলো সেই রাস্তা দিয়ে অজানার দেশে,,



Rate this content
Log in

Similar bengali story from Romance