কালো রাত
কালো রাত


আমি রাইসা
চাকরীর জন্য একা ফ্ল্যাট ভাড়া করে কলকাতা থাকি,,,
নট কলকাতায় একটা ফ্ল্যাট ভাড়া করেছি থাকার জন্য কারন আমার হোস্টেলে থাকতে ভালো লাগে না,,,,
আজ তিন দিন হলো এ ফ্ল্যাটে উঠেছি,,,
বেশ কম ভাড়ায় পেলাম,, তাই উঠে পড়লাম
একদিন রাতে,,
রাত তখন বাজে ১২ঃ৩০টা,,,
বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে,,
ঘুমও হচ্ছে না আমার।
তাই ইচ্ছে হলো এক কাপ গরম কফি বানিয়ে বারান্দায় গিয়ে বসে বৃষ্টি উপভোগ করি আর গরম কফির মগে চুমুক দেই,
যে ভাবা সেই কাজ, এক কাপ কফি বানিয়ে বারান্দায় গিয়ে বসলাম চেয়ারে,,,
বাইরে অঝোর ধারায় বৃষ্টি ঝড়ছে আর আমি কফির মগে চুমুক দিচ্ছি,,,
কফি প্রায় শেষ,,
কফির মগে শেষ চুমুক দিতে যাবো এমন সময় খেয়াল করলাম রাস্তায় ল্যামপোস্টের আলোয় আবছা কিছু একটা সরে গেলো,,,
তখন ওটা দেখে আমি খুব একটা গুরুত্ব দিলাম না,,
কারন এটা চোখের ভুলও হতে পারে,,
তাই কফি খাওয়া শেষ হলে কফির মগটা রাখার জন্য আমি কিচেনে গেলাম,
কিচেনের জানালা তখন খোলা ছিলো,
মগটা যখনি রাখতে যাবো তখন জানালা ভেদ করে নজর চলে গেলো রাস্তায় একটা গাছের নিচে,,
একটা কালো চাদর মুড়ি দেওয়া মানুষ গাছের নিচে বসে আছে,,,,
আমি দেখে একটু অবাকই হলাম,
এই বৃষ্টির রাতে এভাবে ওখানে কেউ বসে থাকতে পারে,,
যাইহোক ওসব ইগনর করে রুমে চলে আসলাম,,,,
রুমে এসে ঘুমাতে ইচ্ছে হলো না,
আবারও বারান্দায় গিয়ে একটু বসলাম,,
তখন দেখলাম সেই কালো চাদর মুড়ি দেওয়া মানুষটা ল্যাম পোস্টের নিচে বসে আছে,
মনে প্রশ্ন জাগলো,,
কি ব্যাপার একটু আগেই তাকে ঐ গাছের নিচে দেখলাম সে আবার এখানে কি করছে,,,,
কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে,,,
এবার একটু ভয় করতে লাগলো, আমি আর দেরী না করে রুমে এসে লাইট অফ করে শুয়ে পড়লাম।
কিন্তু ঘুম কিছুতেই হচ্ছে না,
বারবার কালো চাদর মুড়িয়ে বসে থাকা মানুষটার কথা মনে হচ্ছে,
মনের মধ্যে কেমন যেন একটু একটু ভয় কাজ করতে লাগলো,,,
চুপচাপ শুয়ে আছি রুমে হঠাৎ খেয়াল করলাম জানালার পর্দার আড়ালে একটা মানুষের ছায়া
ছায়াটা দেখে এমন মনে হলো কেউ বসে আছে,,,,,,,,
তারপর ভালো করে খেয়াল করলাম এতো সেই মানুষটার ছায়া মনে হচ্ছে যে মানুষটাকে গাছের নিচে ও ল্যাম পোস্টের নিচে দেখলাম,,,
এবার ভয়টা আরো বেড়ে গেলো,,
কি করবো কিচ্ছু বুঝতে পারছিলাম না,,
একে তো বাইরে বৃষ্টি,, গভীর রাত,
তারপরে এসব প্যারানরমাল জিনিস ঘটছে,,
আমি ঐ ছায়া দেখে আর শুয়ে থাকতে পারলাম না,,,
সাহস করে বিছানা থেকে নেমে কে,, কে,, বলে ডাকতে লাগলাম,,
কিন্তু কোন সাড়া নেই,,
ছায়াটা ঐ ভাবেই আছে পর্দার পেছনে,,
আমি এক পা করে করে এগোচ্ছি জানালার দিকে,,
এগোতে এগোতে হঠাৎ করেই ছায়াটা উধাও হয়ে গেলো,,,
আমি এতে আরো ভয় পেয়ে রুম থেকে দৌড়ে বের হতে নিলাম,,,
রুমের দরজার কাছে আসতেই পিছন থেকে শক্ত করে কেউ আমার হাতটা টেনে ধরলো,,,
একদম ঠান্ডা হাত,,
আমি কিছুতেই তাকাচ্ছিলাম না পিছন দিকে,,
শুধু বাঁচাও বাঁচাও বলে চেচামেচি করছিলাম,,
তারপর হাত টেনে ধরে নিয়ে আমাকে ফ্লোরে ফেলে দিলো,,,
তারপর ফ্লোরে পড়ে যাওয়ার সাথে সাথে আমার গলা চেপে ধরলো সেই ঠান্ডা হাত,,
আমার দম যেন আটকে আসতেছিলো,,
সব ক্ষমতা যেন হারিয়ে ফেলছিলাম,,
তারপর হঠাৎ করেই ঠান্ডা হাতটা আমার গলা থেকে সরে গেলো,,,
কি হচ্ছে আমার সাথে কিচ্ছু বুঝতে পারছিলাম না,,
তখন আমি কিছু না ভেবে তারাতাড়ি করে উঠে বাসার মেইন দরজার সামনে গেলাম,,,
মানে ডাইনিং রুমে গেলাম,,
দরজা খোলার চেষ্টা করছি কিন্তু কিছুতেই পারছি না,,
হুট করেই ডাইনিং লাল বাতি জ্বলে উঠলো,,,
পুরো ডাইনিং রুম লাল আলোতে ভরে গেলো,,
তারপর যা.....যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি,,,
সেই কালো চাদর মুড়িয়ে বসা মানুষটা ডাইনিং এর এক কোণায় বসে আছে,,,
আর এবার আর চাদর মুড়িয়ে নেই,,,
সরাসরি দেখতে পাচ্ছি ওকে,,,
ভয়ানক রক্ত বর্নের চোখ,, আর পুরো মুখ টা রক্ত মাখা,,,
তীক্ষ ভয়ানক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে,,
লাল আলোয় আরো বেশি ভয়ানক লাগছে কালো চাদর মুড়িয়ে বসা মানুষ টাকে,,,
দরজা খোলার চেষ্টা করছি কিছুতেই খুলছে না,,
হঠাৎ মানুষ টা আমার একদম কাছে এসে ঠান্ডা হাত দিয়ে আমার গলাটা চেপে ধরলো,,
এবার এমন ভাবে ধরলো মনে হয় মরেই যাবো,,,
তারমানে এই সেই যে অন্ধকারে ঠান্ডা হাত দিয়ে টেনে ধরে ছিলো আমাকে,,
ভয়ানক লাল রক্ত বর্নের চোখ দিয়ে তাকিয়ে আমার দিকে,
তারপর আমি কোনরকমে জোরে একটা চিৎকার দিলাম,,
তারপর,,,,
তারপর যখন চোখ খুললাম নিজেকে হসপিটালের বিছানায় আবিস্কার করলাম,,
আমায় নাকি ঐ বিল্ডিং এর দারোয়ান চাচা ফ্ল্যাটের ডাইনিং অজ্ঞান অবস্থায় পেয়েছে,,,,
সেই আমাকে হসপিটালে নিয়ে আসছে,,
আমি দারোয়ান চাচাকে সবটা খুলে বললাম
তারপর ঐ দারোয়ানের মুখে সব শুনলাম,,,,
তিন বছর আগে ঐ ফ্ল্যাটে নাকি একজন লোক ফ্যানের সাথে কালো চাদর মুড়িয়ে সুইসাইড করেছিলো,,,
তারপর ঐ ফ্ল্যাট খালি পড়ে ছিলো
ভয়ে কেউ ভাড়া নেয়নি ঐ ফ্ল্যাট৷
এক বছর আগে ভাড়া হয়েছিলো তারাও নাকি ওরকম কালো চাদর মুড়ি দেওয়া মানুষ দেখতে পেতো ফ্ল্যাটের আশেপাশে,,,
এভাবে ঘনঘন ফ্ল্যাট খালি হতে থাকে,,,,
সবাই না জেনে এসে আবার চলে যায়,,
তখন বুঝলাম কেন ভয়ানক ঘটনা গুলো ঘটেছিলো আমার সাথে,
আমিও তো না জেনেই এসেছিলাম,,,,
তারপর ঐ দিনই আমি ঐ ফ্ল্যাট ছেড়ে দিয়ে চলে আসি,,,,
আর যাতে ঐ ফ্ল্যাটে কেউ না উঠে সেজন্য ঐ বিল্ডিং এর বাড়িওয়ালাকে পুলিশি ভয় দেখিয়ে আসি,,
আর ঐ ফ্ল্যাটে নিষিদ্ধ সিল মেরে দিয়ে আসি পুলিশের সাথে যোগাযোগ করে পুলিশকে সব প্রমান দিয়ে,,,,
যাতে কেউ ঐ ফ্ল্যাটে না যেতে পারে আর,,,,
তারপর থেকে ঐ ফ্ল্যাটে আর কারো প্রবেশ হয়নি,,,
আজ এক বছর হয়ে গেলো ঐ ফ্ল্যাট ছেড়ে চলে এসেছি,,,,
নট কলকাতা ছেড়ে চলে এসেছি
কিন্তু ফ্ল্যাটের সেই কালো রাতের কথা সত্যি কোনদিন ও ভুলবো না,,,
সেই ভয়ানক মূহুর্ত গুলো আজও চোখের সামনে ভেসে উঠে,,,,
.....................সমাপ্ত..................