স্বাধীনতা
স্বাধীনতা
"আবার আসিব ফিরে
ধানসিড়িটির তীরে—
এই বাংলায় হয়তো মানুষ নয়—
হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে",
ঘরের মধ্যে এই কবিতাটায় আবৃত্তি করছিল ময়না। কাল স্বাধীনতা দিবস স্কুলে সাংস্কতিক অনুষ্ঠান হবে, সবাই কিছু না.... কিছু করবে। ময়না অবৃত্তি করবে জীবনানন্দ দাশের লেখা "আবার আসিব ফিরে" তারই প্রস্তুতি করছে মন প্রান দিয়ে।
সবে সবে জমি নিড়িয়ে বাড়ি ফিরেছে ক্লান্ত, পরিশ্রান্ত বাদল। আর বাড়ি ঢুকতে ঢুকতেই এই রকম আবেগ ঘন কন্ঠে কবিতা আবৃত্তি করতে শুনেই ওর মনটা কেমন ডুকরে কেঁদে উঠল। বাদল ধীর পায়ে ঘরে ঢুকে মেয়ের পিছনে দাঁড়াল। ময়না তখনও আবৃত্তি করে চলেছে একমনে।
"আবার আসিব আমি বাংলায়
নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার
এ সবুজ করুণ ডাঙ্গায়";
হঠাৎ ময়না বাবাকে দেখে আবৃত্তি করা থামিয়ে দিল এবং চেয়ে রইল বাবার ছলছল করা চোখের দিকে।
-------বাদল মেয়ের মাথায় হাত দিয়ে বলে উঠল, কি রে মা.. থামলি কেন??? খুব ভালো হচ্ছে।
-----------বাবার মুখে এই রকম কথা শুনে আনন্দে লাফিয়ে ময়না বলে উঠল, সত্যি বলছ বাবা... ভালো হচ্ছে!!! কালকে স্কুলে অনুষ্ঠান আছে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে, সেখানেই এই.... কবিতাটা আমি পাঠ করব।
---------বাদল ময়নার মাথায় হাত দিয়ে বলে উঠল, বাহ্... খুব ভালো, প্রথম থেকে আবার একবার পাঠ কর আমি শুনি....।
ময়না উৎসাহ নিয়ে আবার কবিতা পাঠ করতে শুরু করল............
"আবার আসিব ফিরে
ধানসিড়িটির তীরে— এই বাংলায়...."
বাদল মেয়ের কবিতা পাঠ কতটা শুনছে বলা মুশকিল, তবে কোথাও যেন একটা চাপা কষ্টের অতল গভীরে হারিয়ে যাচ্ছে। ছোট্ট থেকে বাদল দেখে এসেছে, ওরা এই এক কুঠুরি মাটির বাড়িতে এবং লোকের জমিতে ভাগ চাষী হয়ে চাষ করে জীবন কাটিয়ে দিল পুরুষের পর পুরুষ। কোন রকম পরিবর্তন হলনা, জায়গার না..., ওদের অবস্থার। বাদল বাবার মুখে শুনেছে ওরা... নিজেদের সমস্ত কিছু ফেলে রাতের অন্ধকারে ওদেশ ছেড়ে এদেশে চলে এসেছিল। এবং তারপর থেকে শুরু হয়েছিল টিকে থাকার কঠিন লড়াই। কিন্তু দেশ স্বাধীন হল, এতগুলো বছর পেরিয়ে গেল কিন্তু ওদের লড়াই একই থেকে গেল, তার বুঝি আর শেষ হবার নেই। যে দেশের মাটিতে জন্মাল, বড় হল যে দেশের মাটি গায়ে মেখে। সেই দেশ নাকি এখনও ওদের নিজের দেশ হলো না এখনও ওদের পরিচয় অনুপ্রবেশকারি রিফিউজি। তবুও বারবার মন চায় এই দেশের মাটিতে জন্ম নিতে। শস্য শ্যামলা বসুন্ধরার বুকে ফিরে ফিরে আসতে।
---------বাদল কে একই ভাবে ছলছল চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ময়না বলে উঠল, কি.... হলো বাবা তোমার???? ভালো হয়নি কবিতা পাঠ???
-----------বাদল ভাবনা থেকে বেড়িয়ে এসে নিজেকে সামলে নিয়ে বলে উঠল, কিছু হয়নিরে মা...!! খুব ভালো হয়েছে কবিতা পাঠ। আমি ভাব ছিলাম আমরা কি... সত্যি স্বাধীন হয়েছি!!! হয়নি..., এখনও আমাদের মনকে, বিবেক বোধকে, মানবতাকে বিভেদের পরাধীনতার শিকল আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। যেদিন এই পরাধীনতার শিকল থেকে মুক্ত হব, সেদিন আমরা প্রকৃত অর্থে স্বাধীন হব।
ময়না বাবার কথা কিছুই ঠিক বুঝতে পারলনা তাই অবাক দৃষ্টিতে চেয়ে রইল বাবার দিকে।
(এটি একটি নিছক কাল্পনিক গল্প, এর সাথে বাস্তবের কোন মিল নেই!!)
