Sayantani Palmal

Classics

2  

Sayantani Palmal

Classics

সামান্য উপহার

সামান্য উপহার

1 min
874


 শুয়োপোকার মত নিজেকে কোকুনের মধ্যে লুকিয়ে ফেলতে ইচ্ছে করছে স্বর্ণরও। সে রিটায়ার্ড শিক্ষক জলদবাবুর কোচিংয়ে অংক পড়ে শুধু মেধার জোরে। মাধ্যমিকে দারুণ রেজাল্টের জন্যই স্যার বিনাপয়সায় তাকে পড়ান নাহলে তার বাবার সাধ্য ছিল না এত টাকা দিয়ে মেয়েকে টিউশন পড়ানোর। আজ শিক্ষক দিবস, সবাই স্যারকে নানাধরনের উপহার দিয়ে প্রণাম করছে কিন্তু স্বর্ণর তো দামী উপহার আনার সাধ্য নেই। সে নিজের মত করে সামান্য একটা উপহার এনেছে কিন্তু সবাই যদি তার উপহার দেখে হাসে?


   গম্ভীর প্রকৃতির জলদবাবু চুপচাপ উপহার আর প্রণাম গ্রহণ করে আশীর্বাদ করছেন সকলকে। সবার শেষে স্বর্ণ দুরুদুরু বক্ষে তার আনা সামান্য উপহারটা দিয়ে স্যারকে প্রণাম করল। সবাই অবাক হয়ে দেখল আপাত গম্ভীর জলদবাবুর মুখে হীরকদ্যুতি," বাহ, স্বর্ণলতা আজ তুমি অসাধারণ একটা উপহার দিলে আমাকে। আমি ভীষণ খুশি হয়েছি। তুমি সত্যিকারের বুদ্ধিমতী।" উপহারটা দেখে বাকি ছেলেমেয়েরা সবাই হাততালি দিয়ে উঠলো। স্বর্ণর চোখে চিকচিক করছে আনন্দাশ্রু। তাদের বাগানের বিশল্যকরনী আর পেয়ারা গাছের চারাদুটোও তখন স্যারের হাতে মনের আনন্দে দোল খাচ্ছে।


Rate this content
Log in

Similar bengali story from Classics