Trina Acharyya

Abstract

5.0  

Trina Acharyya

Abstract

নতুন জামা

নতুন জামা

1 min
924


অষ্টমীর সকাল |আলমারীটা খুলল সুলতা | কত্ত নতুন শাড়ী | আজকাল তো সারা বছরই তার ছেলে মেয়েরা কেনাকাটি করে | সুলতার জন্যেও কিনে আনে একগাদা | বারণ করলেও কি শুনবে?

আজকালকার ধরণটাই এমন |

সুলতার মনে পড়ে তার ছোটবেলায় তার মা একই ছিটের কাপড় থেকে তাদের দু'ভাই-বোনকে নিজে সেলাই করে জামা বানিয়ে দিতেন |

- কই গো, মা জননী আছে নাকি বাড়িতে?

সুধীরের গলা না? ভাবনায় ছেদ পড়ে সুলতাভ্যানচালক সুধীর | তার ছেলে মেয়েদের একসময় ভ্যানে করে স্কুলে পৌছে দিত |

- মা জননী, এই যে আমার মেয়ে গো, টুম্পা| যা যা , মা জননীরে পেরনাম কর | ওঁর জন্যই আজ তোর লেখাপড়া করতি পেরেছিস | উনি যদি দু'হাত বাড়িয়ে না দিতেন তবে তোকে পড়াতেই পারতামনা মা মেয়েটি প্রণাম করে পায়ের কাছে একটা প্যাকেট রাখল - এসব আবার কি সুধীর?

-কিছু না গো মা, মেয়েডা পেরথম মাইনে পেল, তাই... খুবই সস্তার...শাড়ীর প্যাকেটটা খুলল সুলতা | বহুদিন পর সেই মায়ের হাতের ছিটে বানানো জামার গন্ধ পেল |

ঠিক করে ফেলল, আজ এটা পরেই অঞ্জলী দেবে সে |



Rate this content
Log in

Similar bengali story from Abstract