স্বাধীনতা
স্বাধীনতা
আজ স্বাধীনতা দিবস | জগৎ উঠে বসল | সেনাতে যোগ দেওয়া ইস্তক এই দিনটি তার কাটত চরম ব্যস্ততায়| ছ'মাস আগে সে অবশ্য এসবের থেকে মুক্ত হয়েছে | কাশ্মীরে বিস্ফোরনে তার ছিন্নভিন্ন দেহটার সঠিকভাবে সৎকারও করা যায়নি |
এই কদিন সে নিজের ইচ্ছামত ঘুরেছে | আজো সারাদিন এদিক সেদিক গেছিল | আজ বড় হতাশাগ্রস্ত হয়েছে সে| সেনাতে থাকাকালীন কাল্পনিক দেশমাতৃকার মূর্তি কল্পনা করে সে দেশপ্রেমের রোমান্টিসিজমে নিজের প্রাণটা দিতেও পিছপা হয়নি| কিন্তু এই কী তার দেশ!!!!
এরা তো স্বাধীনতাকে স্বাধীনতা বলেও মানেনা | বিভিন্ন সামাজিক ইস্যুকে সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করে, এটাই কি স্বাধীনতা???
মনে মনে হাসে সে | কুয়েত বা সিরিয়ার মত আক্রান্তরা জানে, স্বাধীনতা মানে কী |
হঠাৎ নিজেকে হাল্কা মনে হতে শুরু হয় তার | তবে কী আজ সেও মুক্ত হতে চলেছে !