অঙ্গীকার
অঙ্গীকার

1 min

1.0K
বৃষ্টিভেজা রাত| চাঁদের আলোয় মায়াবি হয়ে রয়েছে চারপাশ| গাড়ী থেকে নামলেন অনন্যা| আজ সম্বর্ধনা থেকে ফিরতে একটু বেশীই দেরী হল|
নেমেই একটু থমকে গেলেন| পাঁচ বছর আগে এমনি এক বৃষ্টিমুখর রাতে কয়েকটা অমানুষের লালসার শিকার হয়েছিলেন | মনে হয়েছিল জীবনটা শেষ | কিন্তু আদ্যন্ত লড়াকু অনন্যা নিজের মধ্যে থেকেই এক অমোঘ বার্তা পেয়েছিলেন,
"ফাইট কোণি, ফাইট"
না, সকলের ক্ষিতদা থাকেনা|
কিন্তু লড়াইটা সকলকেই করতে হয়|
আজকের সাফল্যের সূচনা ঘটে গেছিল সেইদিন, যেদিন তিনি নিজেকে নিয়তির শিকার প্রতিপন্ন করবেন না এই অঙ্গীকার করেছিলেন|