নতুন আলো
নতুন আলো
"আজি এ প্রভাতে রবির কর....
কেমনে পশিল প্রাণের পর....
কেমনে পশিল গুহার আাঁধারে...
প্রভাত পাখির গান....।"
সত্যি তিয়াসা কোনদিনও ভাবেনি তার জীবনের চলার পথ আবার নতুন করে শুরু হবে। নববর্ষের প্রভাতের সুন্দর আলোয় তার জীবন আলোকিত হয়ে উঠবে। সত্যি মনের শক্তি সঞ্চয় করে সেইদিন তিয়াসা যদি মৃত্যুর অন্ধকার থেকে নিজেকে বার করে নিয়ে না আসতে পারত তাহলে ওর জীবনের সাথে সাথে আর একটা জীবন মূত্যুর অতল অন্ধকারে তলিয়ে যেত। যে কারনে তার জীবনে অন্ধকার নেমে এসেছিল সেই আবার নতুন করে তার জীবনে আলোর পথ দেখালো।
দীর্ঘ দশ বছরের বিবাহিত জীবনে মা হতে পারেনি তিয়াসা। তবে এর পিছনে একমাত্র তিয়াসাই দায়ী তা কিন্তু নয়!!! তবে আমাদের সমাজ সব ক্ষেত্রেই নারীকে আগে কাঠগড়ায় দাঁড় করায় কোন রকম বিচার ছাড়াই। যত দিন পার হতে থাকে তত তিয়াসার ওপর মানসিক আর শারীরিক অত্যাচার শুরু হয়।
সেইদিন ছিল ডিসেম্বরের শেষ রাত। তিয়াসার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন ওকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার ব্যাবস্থা করেছিল কারন তিয়াসা তাদের কাছে আগাছা হয়ে উঠেছিল তাই তাকে মূল থেকে উপড়ে ফেলতে চেয়েছিল ওর নিজের পরিবার, যাদের জন্য শৈশবের স্মৃতি জড়িত বাড়ি, জায়গা এবং রক্তের সম্পর্ককে ছেড়ে এসেছিল নতুন করে, নতুন ভাবে সবাই কে নিয়ে জীবন সাজাবে বলে। সাজিয়েও ছিল নতুন খেলাঘর, কিন্তু সময়ের সাথে সেই খেলাঘরের ভীত মুজবুত হওয়ার জায়গায় নড়বড়ে হয়ে গেল।
তিয়াসা যখন সবকিছু নিজের চোখে দেখল, তবুও ওর অবুঝ মন কিছুতেই মানতে চাইছিলনা ওর পরিবারের এই কদর্য রূপ। তবে নিজের মনকে শক্ত করে সেই শীতের রাতের অন্ধকারে নিজের জীবন বাঁচিয়ে কোনো রকমে বাড়ি থেকে পালিয়ে এসেছিল তিয়াসা। কিছুদূর আসার পর বড় রাস্তার মোড়ে ডাস্টবিনের কাছে কুকুরদের চিৎকার দেখে কিছুটা ভয় মিশ্রিত অনুভূতি নিয়ে এগিয়ে গিয়ে দেখে একটা সদ্যজাত কন্যা শিশু পড়ে আছে, নিস্পাপ সেই মুখ। ঘুটঘুটে কালো অন্ধকারের মধ্যে আলোর একটা ছোট্ট রশ্মি দেখতে পেয়েছিল তিয়াসা। তিয়াসা মনে মনে বলে ওঠে সত্যি সমস্ত খারাপের পিছনে একটা ভালো দিকও থাকে। একটা রাস্তা বন্ধ হলে আর একটা রাস্তা ঠিক খুলে যায়, শুধু লড়াই করে বাঁচতে হবে, নিজেকে কিছুতেই হেরে যেতে দিলে হবে না, শেষ নিঃশ্বাস পর্যন্ত অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যেতে হবে যতই ঝড়, ঝাপটা আসুক।
তিয়াসা শিশুটিকে কোলে তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরে, তিয়াসার দুচোখ বেয়ে শ্রাবনের ধারা বয়ে চলে তবে এই ধারা কষ্টের নয় আনন্দের। চারিদিকে তখন আতস বাজি ফাটিয়ে নতুন বছরকে স্বাগত জানান হচ্ছে। আকাশ রঙ বেরঙের আলোতে আলোকিত হয়ে উঠেছে এবং অন্ধকার ঢাকা পড়ে গেছে আলোর ভীড়ে। তিয়াসা ওর নাম দেয় ঊষা। সত্যি ও তিয়াসার জীবনে ঊষার আলো নিয়ে এসেছে। মেয়েকে কোলে নিয়ে নতুন বছরের নতুন দিনে তিয়াসা নতুন করে বাঁচার স্বপ্ন দেখে।
