Subrata Nandi

Classics

0.2  

Subrata Nandi

Classics

নববর্ষ,পর্ব-2

নববর্ষ,পর্ব-2

1 min
530


বিতান রায় তথ্য প্রযুক্তির সাথে বেশ কিছু বছর যুক্ত।এই সূত্রে বেশ কয়েক বছর বিদেশেও কাটিয়েছেন।

কর্মসূত্রে বিভিন্ন মানুষের সাথেও আলাপ।

 তখন বিতানের কর্মস্থল ছিল আমেরিকার নিউ ইয়র্কে।একেই বিদেশ বিভুঁই, তার উপর কাজের চাপে ও ডুবে থাকত। এইভাবেই কেটে যাচ্ছিল জীবনের কিছু অধ্যায়।

 একদিন অফিসে সহকর্মী সম্বিত বাসু এসে বলল, "আজ নিউ জার্সিতে এক বিখ্যাত কত্থক শিল্পী এসেছে সুদূর কলকাতা থেকে। চল, আজ একটু স্বাদ বদল ক'রে আসি।

- না না, তুমি যাও; আমার নাচে বিশেষ টান নেই। তোমরা যাও।

  কিন্তু শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও অনুষ্ঠানে হাজির। আর সেখানেই প্রথম আলাপ কলকাতা থেকে আগত সুমনার সাথে। প্রথম দর্শনেই বিতানের সুমনাকে ভালো লেগে যায়। সুমনার চোখও সেটা এড়িয়ে যাইনি প্রথম দিনেই।

 সেই শুরু এক নতুন জীবন আঁকার। দু'জনের মধ্যে রোজই ভিডিও কলে কথা হতো। তারপর বিতান কলকাতায় ফিরে এসে আর বেশি দেরি করেনি দু'টি হাত এক করতে। সুমনার সাথে পরবর্তী পর্যায় বেশ সুখের ছিল।


Rate this content
Log in

Similar bengali story from Classics