মাস্ক
মাস্ক
বিশ্বব্যাপী চারিদিকে শুরু হয়ে গেছে করোনার সংক্রমণ, এরই মধ্যে মার্চ মাসের শুরুতে প্রিয়া জানতে পারে সে মা হতে চলেছে । করোনার ডামাডোলে ভয়ে কুঁকড়ে কোনোমতে দিন পার করতে থাকে সে।
...
কিছুদিন ধরে প্রায় রাতে প্রিয়া স্বপ্ন দেখে সন্তানকে দুধ খাওয়াতে যাচ্ছে কিন্তু শিশুটি খেতে পারছে না। ভয় হয় তার।
...
আজ প্রিয়ার ডেলিভারি। একটু পরেই সন্তানকে দুধ দেবে সে।
ডেলিভারি বেডে শুয়ে প্রিয়া অপেক্ষা করে শিশুর কান্নার। কোনো আওয়াজ না পাওয়ায় কষ্ট করে মাথা তুলতেই বুঝতে পারে কারণটি। ফুটফুটে একটা শিশু শুয়ে আছে একটু দূরে। পাতলাটে চামড়ার একটা আবরণ ঠোঁটটাকে আটকে রেখেছে কেমন, ঠিক যেন মাস্ক।
