STORYMIRROR

Sampa Maji

Fantasy Children

3  

Sampa Maji

Fantasy Children

মা

মা

1 min
241

দিন আনা দিন খাওয়া পরিবারে ভালো কিছু রান্না হলে মা সন্তানে দের সব টুকু দিয়ে দেয় নিজে জন্য কিছুই রাখে না

কারন বেশি কেনার অর্থ নেই। কিন্তু যখন ভাতের থালা নিয়ে বসে তখন অবুঝ ছেলেটা জিজ্ঞেস করে ,মা তুমি খাবে না সব তো আমাদেরকে ই দিয়ে দিলে।

মা উত্তর দেয়, তোরা পেট ভরে খা তোদের পড়াশোনা করতে হবে অনেক শক্তি দরকার ।

মা আরও বলে তোরা যখন রোজগার করবি তোদের অনেক টাকা হবে তখন না হয় আমায় প্রতিদিন ভালো ভালো খাবার খাওয়াবি।


ছোট্ট ছেলেটা আজ বড় হয়েছে অনেক অনেক টাকা এমনটা নয় তবে রোজগার করে কিন্তু তার মাকে আজ ভালো ভালো খাবার খাওয়ানো ক্ষমতা তার নেই ।

কারন আজ তার কাছে অর্থ আছে ভালো খাবার কেনার কিন্তু তার মা আর এই পৃথিবীতে নেই।


Rate this content
Log in

Similar bengali story from Fantasy