STORYMIRROR

Sanghamitra Roychowdhury

Abstract Inspirational

3  

Sanghamitra Roychowdhury

Abstract Inspirational

লকডাউনের রোজনামচা ১৮

লকডাউনের রোজনামচা ১৮

2 mins
194


ডিয়ার ডায়েরি, ১১ই এপ্রিল, ২০২০... লকডাউনের অষ্টাদশ দিনে "আমাদের নাট্য সহকর্মীরা"


লকডাউন শুরু হয়েছে আজ আঠেরো দিন। আতঙ্কের পরিবেশ শুরু হয়েছে তার আগেই। আমরা স্বামী স্ত্রী দুজনেই যে নাট্যকর্মী গ্রুপের সঙ্গে জড়িত, সেই গ্রুপের বেশ কয়েকটি শো ছিলো এই নববর্ষের আগে পরে। বর্তমান পরিস্থিতিতে সেই সব শো বাতিল করতে হয়েছে। এখন প্রত্যেকের সাথে কেবল যোগাযোগ বলতে ফোনে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। আমাদের এই শো বাতিল হয়েছে এবং বিক্রিত টিকিটের দাম ফেরত দেওয়া হবে না আপাতত... এবং পরবর্তী শো যখন হবে তখন এই টিকিটেই দেখা যাবে নাটক। হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুকের মাধ্যমে খবরটি ছড়ানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের ফোন করে জানানো হয়েছে। তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপ ও কনফারেন্স কলের মাধ্যমে ঠিক হয়েছে যে আমাদের দল

ের পক্ষ থেকেও কিছু করতে হবে। আমরা অনেক আলোচনার পরে সবাই একমত হলাম যে আমাদের টিকিট বিক্রির টাকা এবং নাটকের শোয়ের জন্য প্রয়োজনীয় সমস্ত খরচের টাকা আমরা সরকারি করোনা ত্রাণ তহবিলে জমা দেব।


সুতরাং সেই মতোই আমাদের নাটকের দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট সরকারি অ্যাকাউন্টে অন লাইন ট্রান্সফারের মাধ্যমে আমরা আমাদের সামান্য সামর্থ্য অনুযায়ী আজ সরকারি করোনা ত্রাণ তহবিলে জমা দিলাম। খুবই সামান্যই আমাদের সামর্থ্য। তবু তাই নিয়েই সাহস করে দেশের মানুষের পাশে দাঁড়ালাম। বড় শান্তি পেলাম আজ। এখন শুধু মানুষের পাশে মানুষের দাঁড়াবার সময়... সর্বশক্তি দিয়ে, সব বিতর্ক, সব ভেদাভেদ দূরে সরিয়ে রেখে। আজ সগর্বে গুনগুন করার দিন... "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না...?


Rate this content
Log in

Similar bengali story from Abstract