ক্ষুধা
ক্ষুধা
বিনোদন জগতের উঠতি নায়িকা রিমিতা দেব।পরপর কয়েকটা ফিল্ম হিট করতে বেশ নামডাক হয়েছে।
সেক্রেটারি অনীককে বলে রেখেছে ২৫ শে ডিসেম্বরে এবারের অফিসিয়াল বার্থডে টা একটু অন্যরকম যেন হয়...ওই অনাথ শিশু কিংবা বড় জোর রেললাইনের ধারের বস্তির বাচ্চাগুলোকে কিছু কেক পেস্ট্রি বিতরন এইজাতীয় কিছু..
পাবলিসিটিও হবে খানিক!
সেইমতো ব্যবস্থা করে ২৫ তারিখ সকালবেলা খবরের কাগজের রিপোর্টার আর ক্যামেরাম্যান নিয়ে হাজির মিস রিমিতা।২৬ নম্বর রেলগেটের পাশের বস্তিতে।ছোট বড় নোংরা আর অপুষ্টিতে ভোগা লিকলিকে হাতগুলোতে কেক আর পেস্ট্রি দিতে দিতে গাটা গুলিয়ে ওঠে রিমিতার,--
"উফ! পাবলিসিটির জন্য কত কিছুই না করতে হচ্ছে!"
হঠাৎ একটা মিহি গলা পেছন থেকে বলে ওঠে..." দিদিমণি, তুর এই কেক বিস্কুট কত করে বটেক??"
"কেন?তোমার পছন্দ হয় নি?তুমি কি অন্য কিছু চাও??"
"তুর এই কেক টেকে মুদের পেট ভরবেক লাই ; লাইনের উধারে বুধুদার দুকানে ১০ট্যাকাতে ডাল আলুভাতে আর গরম ভাত দিবেক,উ একদিন খাওয়া কিনে!!"
" চুপ কর্ ,চুপ কর,বুধুদার দুকানের ডাইল ভাতের ফোটুক বুঝি টিভিতে পেপারে ছাপবেক? যা পাচ্ছিস্ লি গে কেনে..."--ভিড় থেকে কোনো এক মাতব্বর।
"গরম ভাত!" ফিগার মেইনটেইন এর ঠেলায় ভাত খাওয়া সেই কবে ছেড়েছে; আর এরা একমুঠো ভাতের কাঙাল!!
দামী প্রসাধনীর সুগন্ধে আর ফ্লাশবাল্বের মুহুর্মুহু ঝলকানিতেও বার্থডের স্বাদটা একদম অন্যরকম হয়ে গেল রিমিতা দেবের...একদম 'তেতো'।