pulak dasgupta

Fantasy Others

4  

pulak dasgupta

Fantasy Others

খবরের কাগজ

খবরের কাগজ

1 min
444


✍️ পুলক দাশগুপ্ত

~~~~~~~~~~~


সংবাদ পত্র একটি দেশের দৈনন্দিনের দিনলিপি। সেদেশের ঘটনা প্রবাহ, আর্থসামাজিক উত্থান পতন, ক্রীড়া জগতের ও বিনোদন দুনিয়ার হাল হাকীকত। মানুষের ইচ্ছা তার চারপাশের পৃথিবীটা তালুবদ্ধ করা, তার‌ই একটা প্রাচীন প্রচেষ্টা।


এখানে বলে রাখা ভালো প্রাচীন রোমে সরকারী ঘোষণা পত্র ধাতু বা পাথরে খোদাই করে প্রকাশ করা হোতো যাকে বলা হোত অ্যাক্টা দিউরমা। তা শহরের সবথেকে ব্যাস্ত অঞ্চলে টাঙ্গিয়ে দেওয়া হোতো যাতে মানুষেরা সরকারি ঘোষনা গুলো জানতে পারে। এছাড়াও চীনে কাইয়ুয়ান ঝা বাও নামে এক সরকারি দৈনিক প্রকাশের অস্তিত্ব পাওয়া যায় অষ্টম শতাব্দীর দিকে।


এতো গেল প্রাচীন দিনের ব্যাপার ।


আজকের মানুষের দৈনন্দিন জীবনে খুবই জরুরি উপাদান খবরের কাগজ, যা জনজীবনে জড়িয়ে আছে গভীর ভাবে।


বয়স্ক বহু মানুষের রুটিন মাফিক সকালের ওয়াকিং,চা, জলখাবার, ওষুধ আর খবরের কাগজ ছাড়া অসম্পূর্ণ থেকে যায়।


খবরের কাগজের বাষ্প ছাড়া রতনদার চায়ের দোকানের জল ফুটতোনা, আড্ডার লোক ছাড়া কি চায়ের দোকান জমে?

             

             ❤️


   


Rate this content
Log in

Similar bengali story from Fantasy