Rita De

Classics Inspirational

2  

Rita De

Classics Inspirational

কবিতা

কবিতা

1 min
203


  আয়নায় রোজ মুখ দেখিস

  এতো আত্মকেন্দ্রিক ঐ জন্যেই

মন্দিরে ঠিক ঠিক ঠাকুর দর্শন হয় না।


      (বাগর্থ - ড রমেশ চন্দ্র মুখোপাধ্যায় 

 চেতন জগতে দর্পণ আশু প্রয়োজন এবং নানা ব্যাপারে সাহায্য করে থাকে । জড় জগতকে প্রতিফলিত করার জন্যে আমরা দর্পণ ব্যবহার করি। গাড়ির জানালার ধারে একটা দর্পণ থাকে। গাড়ির পেছন দিকে কি আছে কিম্বা কি ঘটছে তাও দর্পণে প্রতিফলিত হয় । বাড়িতে বিভিন্ন কোণে আমরা দর্পণ রাখি।অবশ্যই আমরা প্রত্যেকদিন বেশ খানিকটা সময় নিজেরাও দর্পণের সামনে দাঁড়াই বর্হিজগতে যাবার আগে নিজেদের সাজসজ্জা সঠিক হয়েছে কি না দেখে নেবার জন্যে । ঠিক যেমন জড় জগতকে প্রতিফলিত করার জন্যে আমরা জড়দর্পণের ব্যবহার করি তেমনই আমরা আধ্যাত্মিক দর্পণ ব্যবহার করে থাকি । সেখানে আমাদের কর্মফল প্রতিফলিত হয় এবং জগতের স্বরূপটিও ঐ দর্পণে আমরা প্রতিফলিত দেখি । )


Rate this content
Log in

Similar bengali story from Classics