Sayandipa সায়নদীপা

Crime Inspirational

3  

Sayandipa সায়নদীপা

Crime Inspirational

জিত

জিত

1 min
548


"তুমি তো মা হওয়ারই যোগ্য নও, যে ছেলের সামান্য শখ পূরণ করতে পারেনা সে আবার কিসের মা!"


মিস্টার বসুর ফেলে রাখা সিগারেটের টুকরোগুলো তুলতে তুলতে চোখটা ভিজে এলো মনার। কাল শেষমেশ ছেলেটা তার দিকে ওভাবে আঙ্গুল তুলল! আজ হঠাৎ করেই লোকটার মুখটা মনে পড়ে গেল। লোকটাও তো এই বাড়ির বাবুর মত মদ বিড়িতে মজে থাকতো সারাদিন, ওই করেই লিভারটা পচে চলে গেল অকালে, আর মনার ঘাড়ে চড়িয়ে দিয়ে গেল একরত্তি ছেলেটাকে। সেই থেকে বিশ্রাম নেই মনার। তবুও ছেলের আব্দার পূরণ হয়না। নিজেকে আজকাল ভীষণ হেরো মনে হয় মনার।


    আচমকা পেছন থেকে কেউ একটা এসে জাপটে ধরতেই চমকে উঠল মনা। সিগারেটের গন্ধ মাখা মুখটা বলে উঠল--- "টাকার চিন্তা তোকে করতে হবেনা বুঝলি, বৌদি যে কটা দিন নেই, পার ডে হাজার।"

লোকটার কথা শুনে চমকে উঠল মনা। একদিনে হাজার টাকা! কিন্তু…


  বড়লোকটা এখনও ধুঁকছে পাগলের মত। কাজের লোকের হাতে চড় খেতে হবে ভাবেনি কিনা! বাইরে বেরিয়ে এসে জোরে একটা শ্বাস নিল মনা। এই কাজটাও চলে গেল তাহলে! কিন্তু এই মুহূর্তে আর নিজেকে হেরো মনে হচ্ছেনা তার। এই মুহূর্তে জিতে গেছে সে--- ছেলের চোখে না হোক, অন্য কারুর চোখে না হোক, নিজের আত্মসম্মানের কাছে আজ জিতে গেছে মনা।


Rate this content
Log in

Similar bengali story from Crime