Prashant Subhashchandra Salunke

Abstract Inspirational Others

4  

Prashant Subhashchandra Salunke

Abstract Inspirational Others

জীবনের রহস্য

জীবনের রহস্য

1 min
375


এটি একটি পুরানো গল্প। ঋষি যাজ্ঞবল্ক্যের দুই স্ত্রী ছিল। একজন সাধারণ, জগতের সাথে সংযুক্ত এবং অন্যটি বিচক্ষণ, যার নাম ছিল মৈত্রেয়ী। যাজ্ঞবল্ক্যের মনে হল এখন তার ঘর ছেড়ে আত্মদর্শনের জন্য বের হওয়া উচিত। যাবার সময় তিনি উভয় স্ত্রীকে ডেকে বললেন, "এখন আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। যাবার আগে আমার যা কিছু সম্পত্তি আছে, আমি তা তোমাদের দুজনের মধ্যে বন্টন করে দেব।"

মৈত্রেয়ী জিজ্ঞেস করলেন, "টাকা কি জীবনের অমৃত আনতে পারে?"

যাজ্ঞবল্ক্য উত্তর দিলেন, "না, अमृतत्वस्य तु नाशास्ति वित्तेन - অর্থের মাধ্যমে অমরত্বের আশা করা বৃথা। যা ভদ্রলোকদের মতো জীবন যাপন করবে। তা হল মৃত-জীবন। আত্মা যদি অমর জীবন কামনা করে, তবে তার বিশালতা অনুভব করুন। সকল। সকলের সেবা করুন। সকলের সাথে ঐক্যবদ্ধ হোন।


Rate this content
Log in

Similar bengali story from Abstract