STORYMIRROR

Prashant Subhashchandra Salunke

Abstract Fantasy

4  

Prashant Subhashchandra Salunke

Abstract Fantasy

অদ্ভুত ঘটনা

অদ্ভুত ঘটনা

1 min
391

অনেক দিন ধরেই আমার জীবনে অদ্ভুত ঘটনা ঘটছিল। যাই করতাম, দেখা গেল উল্টোটা। যতবারই একটা ঝামেলা থেকে বের হওয়ার চেষ্টা করতাম, আরেকটা কষ্ট হতো। কিন্তু আমার স্ত্রী রুবিনার কি দোষ? আমার দুর্ভাগ্যের ফলে সে কেন কষ্ট পেল? আমি মরে গেলে রুবিনা আবার বিয়ে করে সুখে থাকতে পারতো। রুবিনার সুন্দর ভবিষ্যতের জন্য দুধের গ্লাসে বিষ ঢেলে দিলাম। হ্যাঁ, আমি আত্মহত্যা করতে চাই। কিন্তু কিভাবে মেশাবেন! গ্লাসটা টেবিলে রাখার পর আমি একটা চামচ নিতে রান্নাঘরে গেলাম। কিন্তু ফিরে এসে রুবিনাকে সোফায় বসে থাকতে দেখে আমার হার্টবিট একটুর জন্য স্কিপ হয়ে গেল। "সে অফিস থেকে এত তাড়াতাড়ি এলো কেন?" আমি এসব ভাবছিলাম এমন সময় রুবিনা তার হাতে একটা খালি গ্লাস দেখিয়ে বলল, আমার খুব খিদে পেয়েছে, দয়া করে আরেক গ্লাস দুধ দিন। কিন্তু সে তার বাক্য সম্পূর্ণ করতে পারেনি। মেঝেতে খালি কাচের ঠ্যাং। উফ আর একবার যা করলাম, উল্টো হয়ে গেল।


Rate this content
Log in

Similar bengali story from Abstract