arijit bhattacharya

Classics

2  

arijit bhattacharya

Classics

হৃদয়ে দাগ আঁকে যারা

হৃদয়ে দাগ আঁকে যারা

1 min
641


একটা কথা আছে," রাজদ্বারে শ্মশানে য তিষ্ঠতি, স বান্ধবঃ।" বন্ধুর কাজই হল জীবনকে উজ্জ্বল করা,আনন্দের মুহূর্তের স্থায়িত্ব ও গভীরতা দুই বৃদ্ধি করা,দুঃখের ভার কমানো,সবসময় অনুপ্রেরণা বৃদ্ধি করা। এগুলো যদি কেউ করতে না পারে,তাহলে সে কোনো বন্ধুই নয়,সে একজন কুমড়োপটাশ,বন্ধুত্বের নামে সে কলঙ্ক। যে খারাপ সময়ে তোমায় ভুলে যায়,আর ভালো সময়ে তোমার কাছে আসে-এরকম বন্ধু থাকার থেকে না থাকা ভালো। রাজদ্বারই হোক আর শ্মশান যে সবসময় তোমায় সঙ্গ দেবে,সেই প্রকৃত প্রিয় বন্ধু।


আমার জীবনেও এইরকম প্রিয় বন্ধুর অস্তিত্ব রয়েছে। প্রিয় বন্ধুই তো ঈশ্বরের দান। আমার প্রিয় বন্ধুর মধ্যে একজন তৌসিফ,আরেকজন ঐন্দ্রিলা। দাদু মারা যাবার পর ঐন্দ্রিলা যেভাবে পাশে দাঁড়িয়েছে বা বারবার ব্যর্থ হবার পর তৌসিফ যেভাবে ভরসা যুগিয়ে গেছে দুই সমান অনুপ্রেরণামূলক। অন্ধকার সময়ে আলোর রেখা তো এরাই দেখায়,এই প্রিয় বন্ধুদের ভালোবাসার দাগই হৃদয়ে থেকে যায়।


Rate this content
Log in

Similar bengali story from Classics