এক অন্য উমা
এক অন্য উমা


গুটি গুটি পায়ে হেটে পেছন থেকে মায়ের আঁচল খানি ধরে তিতলি বললো- মা এবার পূজোয় আমাকে নতুন জামা কিনে দেবে?
উমা কোন উত্তর করেনা। নিজের মনে রাস্তার নোোংরা কুড়োতে থাকে।
-ও মা আমার এবার নতুন জামা চাই চাই চাই।
আচঁল খানি জোড়ে টানদিতেই উমা এবার পেছন ফিরতেই দেখে,নিষ্পাপ ফুলের মতো শিশুটির চোখ থেকে অশ্রু ঝড়ে পড়ছে। কান্নাজড়ানো গলায় বলতে থাকে,
-মা আমার যে ভালো লাগেনা আর এই নোংরা জামা পড়তে, সব্বাই পূজোয় কি সুন্দর সাজুগুজু করে ঠাকুর দেখতে যায় আর আমি নোংরা জামা পড়ে রাস্তার ধারে তোমার সাথে শুয়ে থাকি।
উমার মনে পড়ে যায়,
পাঁচ বছর আগে গনধর্ষিতা হবার পর পরিবারের চাপে সব কিছু গোপন রাখতে হয়েছিলো তাকে, কারণ তারা টাকার লোভ যে সামলাতে পারেনি,তাই পরিবার ছাড়তে বাধ্য হয়েছিলো উমা।এই সমাজ পাারেনি তাকে ন্যাায় এনে দিতে,পারেনি এই ছোট শিশুর প্রয়োজন মেটাতেে, যেই সমাজে আর এক অন্য উমার পূূজো এত ঘটাা করে হচ্ছে।
-ও মা দেবে কিনে? নতুন জামা
উমা শুধু ফ্যালফ্যাল করে তার ওই ছোট্ট শিশুর মুখের দিকে চেয়ে থাকে। যে কিনা ওই অভিশপ্ত রাতের ফল। কারণ সেই শিশুর আবদার মেটানোর মত সামর্থ্য যে তার নেই। উমাকে যে কেউ কাজ দিতে চায়না সবাই চায় তাকে রক্ষিতা করতে।
আইন নিয়ে পড়া মেয়েটা একসময় নিজের সন্মানের জন্য একা লড়েছিল শেষে বাধ্য হয়ে পরিবার ছেড়ে রাস্তায় এসে দাড়িয়েছে। ভুল পথে যখন সে আগে। যায়নি। তাই আজও যাবেনা।