STORYMIRROR

Nikhil Mitra Thakur

Classics

4  

Nikhil Mitra Thakur

Classics

দোয়েল-শ্যাম

দোয়েল-শ্যাম

4 mins
283

গিরিখাতে থেকে দোয়েল কে শ্যাম অচৈতন্য অবস্থায় মহল্লায় নিয়ে আসে। ওর শরীর ও মাথায় বেশ ভালো চোট ছিল।

আদিবাসী কায়দায় গ্রামের মানুষ চোটের চিকিৎসা করে, তাতে করে দোয়েল আর মারা যাবে না ঠিকই, কিন্তু ওর স্মৃতি পুরোপুরি হারিয়ে গেছে।

জ্ঞান ফিরলেও দোয়েল নিজের নাম,বাবা মায়ের নাম, ঠিকানা কিছুই মনে করতে পারে না। এমন কি গাড়ি থেকে উদ্ধার হওয়া ওর মা বাবার ছবি দেখেও দোয়েল চিনতে পারে না।

শ্যামাকেও একদিন এই গ্রামের মানুষ এইভাবে তুবড়ে যাওয়া কেটে অর্ধমৃত অবস্থায় বেড় করেছিল।

-- শ্যামার মা-বাবার মৃত্যু হয়েছিল পাহাড়ের ওই গাড়ি দুর্ঘটনায়। শ্যামা ওর মা-বাবার সঙ্গে আজ থেকে প্রায় দশ বছর আগে ভুটানে বেড়াতে এসেছিল। ভুটান সফর শেষ হওয়ার পর মা-বাবার সাথে গাড়ি করে ভারতে ফিরে আসার সময় ফুন্টসিলিং এর কিছু আগে পাহাড়ের খাতে ওদের গাড়ি পড়ে যায়।

-- ভুটানের একটা পাহাড়ি গ্রাম ঝুলং। পাহাড়ের গায়ে ছড়িয়ে ছিটিয়ে মেরেকেটে বিশ পঁচিশ টা ঘর নিয়ে ঝুলং গ্রাম।

-- আজ থেকে বছর দশেক আগে একটা গাড়ি পাহাড় থেকে গড়িয়ে পড়ে এই গ্রামের কাছে একটা গাছে আটকে যায়।

-- গ্রামের মানুষ গাড়ি থেকে কোন রকমে শ্যাম কে জীবিত উদ্ধার করে।

-- শ্যামের বাবা-মা গাড়ি কেটে বের করার আগেই মারা যায়। ভুটান সরকারের উদ্ধার কারী দল যখন ওখানে এসে পৌঁছায় তখন গ্রামের অধিবাসীরা শব দেহের সৎকার করে দেয়।

-- ভুটান সরকার গাড়ি থেকে উদ্ধার হওয়া তথ্য ঘেঁটে শ্যামের বাবা অর্থাৎ বিকাশ ঘোষের বাড়ির লোকের সাথে যোগাযোগ করলে তারা কেউ স্মৃতি ভষ্ম নিতে অস্বীকার করে,বরং তারা খুঁজতে থাকে শ্যাম কে।

-- শ্যাম তাদের পথের কাঁটা। শ্যাম বেঁচে থাকলে সম্পত্তির ভাগ দিতে হবে। 

-- বিকাশ বাবুর ছোট্ট ভাই সুভাষ ভুটান এসে একপ্রস্ত খোঁজাখুঁজি করে গেছে। কিন্তু,শ্যাম এর কোন হদিস করতে পারে না।

-- বিকাশ বাবুর ভাইয়েরা মুখিয়ে আছে শ্যামকে জগৎ ছাড়া করতে। সেই উদ্দেশ্যে তিন ভাই দলবেঁধে ভুটান যায়।

-- কিন্তু,ওই গিরিখাতে যাওয়ার সামর্থ্য সমতলের অধিকাংশ লোকের থাকে না। বিকাশ বাবুর ভাইয়েরা নিরাশ হয়ে ফিরে আসে।

-- শ্যাম ঝুলং গ্রামে বড় হয়ে ওঠে। যে নিঃসন্তান দম্পতি ওকে উদ্ধার করে সেবা শুশ্রূষা করে বড় করে তাদের কে ও বাবা মা বলে জানে।

-- শ্যাম পাহাড়ে গাড়ি চালায়। ও এখন ভুটানের নাগরিক। ওর মননে ভারতের অস্তিত্ব নেই।

-- ঝুলং গ্রামে খবর আসে আজ পর্যটকদের একটি গাড়ি গিরিখাতে পড়ে গেছে। এইরকম খবর আকছার আসে গ্রামে। তাই গ্রামের মানুষের বিশেষ কোন অনুভূতি থাকে না।

-- দেশের স্বার্থে ঝুলং গ্রামের দল বেঁধে উদ্ধার করতে ছোটে। অধিকাংশ ক্ষেত্রে কেউ বেঁচে থাকে না। শ্যামের মতো ভাগ্যবান কেউ কেউ কদাপি বেঁচে যায়।

-- আজকে উদ্ধার করতে গ্রামের লোকদের সাথে শ্যামও গেছে।

-- শ্যাম দেখতে পায় যুবতী এক মহিলা অচৈতন্য অবস্থায় গাড়ি থেকে ছিটকে অনেক খানি দূরে একটা গাছের ডালে আটকে আছে।

-- শ্যাম উদ্ধার করে মহিলা কে ঘরে নিয়ে যায়। সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে। ভাঙা হাতে পাহাড়ী গাছ গাছরা দিয়ে ওষুধ তৈরি করে লাগিয়ে দেয়, ভাঙা হাতের হাড় খুব তাড়াতাড়ি জুড়ে যায়।

-- শ্যামের মতোই এই মহিলা স্মৃতি হারিয়ে ফেলে,এমন কি গাড়ি থেকে উদ্ধার করা মা বাবার ছবি দেখালেও চিনতে পারে না। এবং অস্বাভাবিক আচরণ করে ও মাঝে মধ্যে ভয় পেয়ে যায়।

-- শ্যামের সেবা শুশ্রূষায় মুগ্ধ হয়ে ওই যুবতী শ্যামের প্রেমে পড়ে যায়। এখন তাই শ্যামকে চোখে হারাতে চায় না।

-- ভুটান প্রশাসন ভারতে ওদের ঠিকানায় যোগাযোগ করে জানতে পারে ওদের সেই রকম কোন নিকট আত্মীয় নেই যারা মেয়েটির দায়িত্ব নেবে।

-- ভারতের কোন আশ্রমে রাখার ব্যবস্থা করা হলে যুবতী শ্যামকে ছেড়ে যেতে অস্বীকার করে।

-- প্রায় একবছর হয়ে গেল ওই যুবতী পাহাড়ী গ্রামে থেকে আরো রূপবতী হয়ে পড়ে। পাহাড়ী পোশাকে আরো সুন্দর লাগে।

-- একদিন শ্যামের সাথে শহরে যাবে বলে জেদ ধরে। ওই

গ্রাম থেকে অনেক খানি পাহাড়ী রাস্তা পায়ে হেঁটে তবে ওই উঁচু সড়কে পৌঁছানো যায়। ওখান থেকে পাহাড়ী ট্রান্সপোর্ট ধরে শহরে গিয়ে শ্যাম গাড়ি চালায়, আবার সন্ধ্যায় নেমে আসে।

-- যুবতী অতটা হাঁটতে পারবে না বলা হলে রেগে যায়। অবশেষে শ্যাম রাজী হয় ওকে শহরে নিয়ে যেতে। 

-- শ্যামের সাথে পাহাড়ী রাস্তায় হাঁটতে হাঁটতে একসময় যুবতীর পা স্লিপ করে। শ্যামকে আঁকড়ে ধরতে গিয়ে দুজনেই গড়িয়ে খাদে পড়ে যায়।

-- সামনে পিছনে হাঁটতে থাকা গ্রামের লোক ওদের পড়ে যেতে গ্রামে খবর দেয়। গ্রাম থেকে লোকজন এসে অনেক কষ্টে ওদের উদ্ধার করে।

-- জ্ঞান ফিরে আসার সাথে সাথে ওদের স্মৃতি ফিরে আসে।

-- যুবতী বলে ওর নাম দোয়েল বোস। বাবা মায়ের সাথে ভুটান বেড়াতে এসেছিল। বাড়ি কোলকাতায়। ওদের এই দেশে আর কেউ নেই। আত্মীয় স্বজন সবাই থাকে বাংলাদেশে।

-- শ্যামের মনে পড়ে ওদের বাড়ি বর্ধমানে। ওদের কাকা ও জ্যোঠা আছে। ওদের গ্রামে যেমন জমি জমা আছে তেমনি একটা যৌথ রাইসমিল আছে।

-- দোয়েল-শ্যামের শুরু হলো আত্মীয় স্বজন দের কাছে যাওয়ার কাছে পালা। এর আগে ওরা ওই গ্রামের রীতি মেনে বিয়ে করে নেয়।



Rate this content
Log in

Similar bengali story from Classics