STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Tragedy Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Tragedy Others

ছন্নছাড়া

ছন্নছাড়া

2 mins
163

রাত ধীরে ধীরে গভীর হচ্ছে,বাইরে একটু তাকিয়ে দেখো একটা বাতিস্তম্ভ ঠাঁয় দাঁড়িয়ে আছে। অথচ পৃথিবী ঘুমিয়ে, চারদিকে নিস্তব্ধতা। কিন্তু ঐ বাতিস্তম্ভটার দাঁড়িয়ে থাকায় একটুও ক্লান্তি নেই। আমিও জানালার শিক ধরে দাঁড়িয়ে আছি। রাত আমার খুব ভাল লাগে। সবাই যখন ঘুমিয়ে পড়ে আমি তখন আকাশের তারা গুনি। আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটাকে দেখে খুব হিংসা হয়। মনে হয় এই তারাটিই তুমি। হিংসা কেন হয় জানো? তোমার চাঁদমুখ খানি শুধু আমিই দেখেছি। অথচ এখন এই রাতে জেগে থাকা সবাই দেখবে।আকাশের পানে তাকিয়ে থেকে তোমাকে দেখে পুলকিত হবে অনেকেই। তা কিভাবে আমি মেনে নেব?

অনেক ভাল আছো তাই না?

প্লিজ একটু জানালার পাশে এসে দাঁড়াওনা। হাসনুহানা ফুলের ঘ্রাণ ভেসে আসছে। এই মধুর ঘ্রাণ তোমাতে মিশে একাকার হয়ে যাবে। তোমার ফুলের বাগান থেকে একটা লাল গোলাপ নিয়ে মাথায় গুঁজে দিও। লাল গোলাপ তোমার খুব প্রিয়। পৃথিবীতে যা কিছু প্রিয় তার কদর করতে ভুলোনা। না হয় একদিন সেও হারিয়ে যাবে। যেমনি ভাবে তুমি হারিয়ে গেছো আমার জীবন থেকে।

এতদিন পর কেন তোমায় মনে পড়লো জানিনা। একলা আমিতো সে বহুকাল ধরেই দাঁড়িয়ে আছি। ভাবছো তোমায় অনেক মিস করি। আসলে তা নয়।এখন আর কাউকে মিস করিনা। কেন করবো বলো? তুমিতো ঐ রাতের তারায় মিশে আছো,হাসনুহানার সৌরভে তোমায় খুঁজে পাই। এসব দেখতে দেখতে রাত কাটিয়ে দিই। হয়তও রাত কেটে ভোর হবে কিন্তু ভোর হলেতো আর তারা দেখতে পারবোনা।

এই ছন্নছাড়া জীবনকে ভালোবেসে ফেলেছি। তোমাকে যখন হারিয়ে ফেলি তখন নিজেকে নিজেই চিনতে পারছিলাম না। প্রিয় হারানোর বেদনা এত কঠিন তা বোঝা মুশকিল ছিলো।

সেই চেনা পরিবেশ কেমন যেন অচেনা লাগলো। গলির মোড়ের চায়ের দোকানটা দেখলে বুকের ভেতর হাহাকার করে উঠতো। এখানে বসে তুমি আর আমি চা খেয়েছি,জীবনের গল্পের অদ্ভুত এক মোহে জড়িয়ে পড়েছি।

পার্কের চেয়ার গুলো আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে এখনো টিকে আছে। অথচ আমাদের সম্পর্কে কত আগেই ভাটা পড়ে গেছে। মনে আছে আমার হাত ধরে বলেছিলে মৃত্যু ছাড়া কোনদিন এ হাত ছেড়ে ছেড়ে যাবেনা? যন্ত্রণাটুকু আমাকে দিয়ে তুমি সুখের তরী বেয়ে যাচ্ছো। আমরা বসে বসে কত শত স্বপ্ন দেখতাম। আমার স্বপ্নকে ধূলিসাৎ করে তুমি দিব্যি স্বপ্ন দেখছো। কি অদ্ভুত এক সমীকরণে দাঁড়িয়ে আছি। এক দিকে বিচ্ছেদের জ্বালা আর অন্যদিকে সুখের সাগরে কেউ হাবুডুবু খাচ্ছে। এটাই কি সুখ? সত্যিই কি সুখী হতে পেরেছো? প্রশ্ন রেখে গেলাম।

তারা হয়েই থেকো আমার মনের আকাশে। কল্পনায় এসে ঘোর ভেঙ্গে দিও।অনেক ভাল থেকো।



Rate this content
Log in

Similar bengali story from Abstract