STORYMIRROR

Priyanka Bhuiya

Classics

5.0  

Priyanka Bhuiya

Classics

ব্যবধান

ব্যবধান

1 min
771


জ্বরের ঘোরে বেহুঁশ মা। ছোট্ট রিয়া দিশেহারা। পথের সংসারে ওষুধ কেনার পয়সা নেই। প্রার্থনা জানাতে একছুটে হাজির মন্দিরে।

“একটু খেতে দেবে কেউ? গত দু’দিন কিচ্ছু খাইনি...” মন্দিরের বাইরে করুণ আর্তি এক মুসলিম ভিক্ষুকের। এদিকে মন্দিরের ভেতরে শিবলিঙ্গের গা বেয়ে গড়িয়ে পড়ছে অনন্ত দুধ-গঙ্গাজল। দক্ষিণার জন্য আনা পয়সা দিয়ে রুটি কিনে রিয়া এগিয়ে দিল ভিক্ষুকের দিকে।


- ঠাকুরকে খাওয়ানোর অনেক লোক, তোমাকে দেওয়ার কেউ নেই। খাও তুমি।


মুহূর্তে ঠুনকো সাম্প্রদায়িকতার বেড়াজাল, দূরীভূত মন্দিরের ভেতর-বাইরের ব্যবধান।


Rate this content
Log in