বড়ো একা লাগে
বড়ো একা লাগে


বড়ো একা লাগে
কলমে - কৃষ্ণ ব্যানার্জী
এই পৃথিবীতে আমি ছাড়া সবটাই মিথ্যে। সবকিছুই মন গড়া। একটা মিথ্যের মায়াজালে আবদ্ধ আমরা সকলে। এই যে সম্পর্ক, রিলেশন কোনটার বোধহয় কোন মূল্যই নেই। তাই হয়তো আজ সত্তার বছরের জীবন অতিক্রম করার পর কেন জানিনা বড়ো একা লাগে।
আজথেকে চল্লিশ বছর আগে দুজন অচেনা অজানা মানুষ কে আগুনের সামনে রেখে। শতেক নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে বলিয়ে নিওয়া হয়েছিল সাত জন্ম আমরা একে অপরের, কেউ কাউকে ত্যাগ করে চলে যাবোনা। শত দুখের মাঝেও যেমন একে আপরের হৃদয়ে বসবাস করবো খুদ্র সুখের সময়টাকেও সমান ভাবে ভাগ করে নেবো। আগুনকে অর্থাৎ অগ্নিদেবকে স্বাক্ষী রেখে সাতপাক ঘুড়িয়ে একটি গাঁটছড়ায় বন্ধনদিয়ে ঠাকুরমহাষয় বলেছিলেন এটা নাকি সাত জন্মের বন্ধন একে ছিন্ন করা যায় না। আজ মনে হচ্ছে সবটাই বাজে কথা মিথ্যে বলেছিল সকলে মিলে। আমি আর মৃত্যু এ ছাড়া এই পৃথিবীতে সত্য কিছুই নেই। আজ চল্লিশ বছরের সফর পারকরে সকালে তার শীতল দেহখানাকে আগুনের লেলিহান শিখায় উৎসর্গ করে এলাম।
একসঙ্গে অনেক স্বপ্ন দেখেছিলাম। কিছু পুরণ হলো আর কিছু অধরাই রয়ে গেল। আমার প্রশ্ন একটাই যদি শেষ মুহুর্ত পর্যন্ত আমরা একে অপরের সঙ্গদিতেই না পারি তাহলে এই মিথ্যে কথাগুলো বলাবার কি দরকার। আমাদের খাট রয়ে গেল রয়েগেল আসবাব ওর অলঙ্কার আর কিছু মুহুর্ত। হয়তো কালের মায়াজালে একসময় সেগুলো ফিকে পড়েযাবে। যেমন চোখে ছানিপড়লে আমরা আবছা দেখি হয়তো তেমনই ধিরে ধিরে সেই মুহুর্ত গুলোও আবছা হয়ে যাবে। কালথেকে বিছানায় দুটো বালিসের প্রয়োজন পরবেনা। আর কোন আপদার থাকবেনা থাকবেনা কোন অভিমান। আজ রাত থেকে নিরাপত্তার সন্ধানে কেউ বুকের মধ্যে মুখগুজে বলবেনা তুমি আমায় ছেড়ে যাবেনাতো কখনো।
আমি কথা রেখেছি কিন্তু ও কথা রাখেনি তারজন্য ওকে আমি কোন দোষ দেবোনা দোষ আমাদের সমাজ ব্যবস্থার। দুজন অচেনা অজানা মানুষকে ধর্মের মিথ্যে তরজা শুনিয়ে, আসল সত্যকে চাপা দিয়ে এক মিথ্যার পর্বত রচনা করে সামান্য অর্থের লোভে। আসল সত্য এটাই এই পৃথিবীতে কেউ কারো নয় আপন বলতে একমাত্র মৃত্যু যার অপেক্ষায় আমরা দিন, রাত, মাস, বছরের পর বছর কাটিয়ে ফেলি। বাঁকি সবটাই ফেক মেকি। তবুও বাস্তব টাকে আমরা মেনেনিতে চাইনা, মহাকালের ডাক এলে মন্ত্র-তন্ত্র, মায়া - মোহ, ভাব - ভালোবাসা সবটাই ত্যাগ করে যতে হবে। যে চলে যাবার সেতো চলে যাবে কিছু অভ্যাস ছেড়ে যাবে যা বারেবারে উপলব্ধি করাবে একাকিত্ব এক জীবনের। এটাও এক সত্য কাছের মানুষ মনের মানুষ যদি চলে যায় সেখানে শান্তনা থাকলেও সেটা ফিকে মনে হয়, মনের মনিকোঠায় সত্যিই বড়ো একা লাগে।
🙏 সমাপ্ত 🙏