অনুগল্প : কালো মেয়ের বিয়ে
অনুগল্প : কালো মেয়ের বিয়ে
হঠাৎ সেদিন কলেজ থেকে বাসায় আসতেই অহনা
শুনতে পেলো, আজ ছেলের বাসা থেকে নাকি তাকে দেখতে আসবে,
অহনার গায়ের রঙটা একটু বেশিই চাপা আমাদের দেশের মানুষ যেটাকে কালো বলে
সে কালো বলেই কেউ তার সাথে কখনো বন্ধুত্ব গড়ে তোলে নি , তাই তার প্রেম টাও হয়নি , সে কখনো প্রেম করিনি , কালো মেয়েদের নাকি প্রেম করতে বারণ ।
সেদিন কলেজ থেকে এসেই অহনা সোজা রুমে চলে গেলো একটু পর অহনার মা বলতে লাগল
" আজকে একটু বেশি করে মেকআপ দিয়ে সাজিয়ে গুছিয়ে ওদের সামনে যাস তা না হলে তোর যা চেহারা এবারো দেখবি ওরা না বলে দিবে "
অহনা কিছুই বলে না চুপচাপ চোখ বন্ধ করে খুব জোড়ে একটা নিশ্বাস ফেললো
তখনো তার চোখের কোণে জল চিকচিক করছে ...
দুপুর হতেই অহনার মা আবার এসে বলতে লাগল
" কিরে এখনো উঠিস নি ওরা এসে গেলো বলে তারাতারি নে "
অহনা এই প্রথম ঠিকঠাক মতো আয়নার সামনে দাড়িয়ে নিজেকে নিখুঁত ভাবে তাকিয়ে ভাবতে লাগলো কি হবে গিয়ে সেই তো না ই বলে দিবে
তারপর সে তার মায়ের কথায় ভারি মেকআপ দিয়ে নিজেকে দেখতে লাগলো কেমন যেন অস্বস্তি লাগছে তাই সে মেকআপ তুলে
চোখে কাজল,ঠোটে হালকা লিপস্টিক, কপালে ছোট্ট একটা টিপ পড়ে নিলো
কেমন লাগছে আমাকে?
নিজেকেই প্রশ্ন করলো সে ।
হঠাৎ করে অহনাকে তাদের সামনে নিয়ে যাওয়া হলো,
অমনি ছেলের মা ব্রু কুঁচকে বলে উঠলো;
ওমা মেয়ে এতো কালো?
চোখ থেকে টুপ করে অহনার দুফোটা জল গড়িয়ে পড়লো,
বিয়েটা আবার ভেঙে গেলো ।
অহনার বাবা মা খুব বকছিলো ওকে
এমন সময় অহনার বাবা বললো " আগে যদি জানতাম গলা টিপে মেরে ফেলতাম "।
খুব কেঁদেছিলো সে দরজা বন্ধ করে
বিধাতাকে বলছিলো বারবার কেন আমাকে কালো বানালে , বলো ?
ভেবেছিলো যাবে এবার মরে
গলায় দিয়ে দড়ি নয়তো হাতের শিরা কেটে ।
সেদিন আবার একটা ছেলে এসেছিল অহনাকে দেখতে
অনিচ্ছাকৃত ভাবে সে তাদের সামনে গেলো
যাওয়ার ঠিক আগে তার বাবা বলে গেলেন এবার পছন্দ না হলে নাকি ফেলবে মেরে তাকে
খুব রাগ হচ্ছিল অহনার নিজের উপর
ইচ্ছে করছিল না যেতে
তবু গেলো বাবার ভয়ে চোখে একটু কাজল দিয়ে
হঠাৎ সে লক্ষ্যে করলো ছেলেটা তার চোঁখের দিকে বেশ মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে,
হয়তো পছন্দ হয়েছিলো,হয়তো না;
তবে সে কিছুই বলেনি।
কি দেখে জানি ছেলেটা অহনাকে বিয়ে করলো
শুধুই অহনার চোখের দিকে তাকিয়ে থাকতো
একদিন জোৎস্না রাতে কফি খেতে খেতে সে অহনাকে সুন্দর বলেছিলো
বলেছিলো চোখের কাজলে তোমাকে বেশ মানায়
এই কাজল চোখ দেখেই নাকি সে অহনার প্রেমে পরে গেছে
হঠাৎ অহনা আকাশের ওই চাঁদটা দেখে মুচকি হাসলো
চারপাশের আকাশটা অন্ধকার শুধু পাশে একটা চাঁদ যেন কালো আকাশকে উজ্জ্বল করে রেখেছে
হঠাৎ মনে মনে ভাবতে লাগলো সব কালো মেয়েদের জীবন যদি এমন হতো
তাহলে কতোই না ভালো হতো ।
