STORYMIRROR

Orpita Oyshorjo

Tragedy Fantasy Others

4.1  

Orpita Oyshorjo

Tragedy Fantasy Others

শূন্যতা

শূন্যতা

3 mins
1.1K


পীরগাছার বাসা ছাড়ার আগে যখন সব কিছু গোছানো শেষ হলো তখন আশেপাশের কিছু ছেলে এসে চেয়ার টেবিল ট্রাকে উঠাচ্ছিল 


তখন মাহিম ভাইয়া একটা ডাইরি খুঁজে পেলো 


এটা নীলার ছোট বেলায় ডাইরি কাজের ফাঁকে ভুলেই গিয়েছিল ডাইরি টার কথা 

হঠাৎ মাহিম ভাইয়া নীলাকে উদ্দেশ্যে করে বলে 


_____মিস নীলা!


____জ্বি ভাইয়া ?


____এটা আপনার ডায়েরী?


মাহিমের প্রশ্নের উত্তরে ঘাড় না ঘুরিয়েই নীলা মাথা নাড়লো। তার ঘর থেকে অন্য কারও ডায়েরী বের হবার কথা নয় এই মুহুর্তে।


_____হ্যা।


_____ বেশ মজারতো, বছর শেষ হবার আগেই দেখি পুরো ডায়েরী ভরে ফেলেছেন।


______উ? হু- লিখেছি…


______একদম বাস্তবের মতো করে।


______হু।


_______হাতের লেখাটা একদম বাচ্চা বাচ্চা।


______খুব ছোট বেলার ডাইরি ছিলো এটা 


______পেজগুলো কেমন আটকে আটকে আছে। মনে হচ্ছে যেন অনেক পুরোনো।


______পুরোনোই, ডাইরি টা অনেক আগে কেনা।


আম্মু কিনে দিয়েছিল 


মাহিম  মনে হয় শুনতে পায়নি কথাটা,


______লেখায় কালিও কেমন ফ্যাকাশে হয়ে ছড়িয়ে ছড়িয়ে গেছে। ভিজে গিয়েছিলো নাকী?

এতোক্ষনে ঘাড় ঘোরালো নীলা। ভিজলো আবার কোনটা? 


ডায়েরিটাকে এক দেখাতেই চিনতে পারলো সে।


প্রথম ডায়েরীটা। এর পর কত ডায়েরী পেয়েছে নিজের আম্মুর থেকে মনেও নেই, এ বছরের গুলোও হয়তো দেখে চিনতে পারবে না। কিন্তু এই ডায়রীটা ভোলার নয়। কোথায় যেন তুলে রেখেছিলো এটাকে?


______ এইটা কই পেলেন?


______ড্রয়ারের ভিতর, একদম নিচের দিকে।


_______অনেক দিন আগের ডায়েরী এটা। স্কুল লাইফের সম্ভবত।


_______বলেন কী?


_______আমার পাওয়া প্রথম ডায়েরী এটা, আম্মুর কাছ থেকে 


_______ প্রথম ডায়েরী? ফাকা রেখে দিয়েছিলেন?


______না। একটা ফাকা রেখে কখনও নতুন খাতা ধরিনা আমি না।


______তাহলে এই পৃষ্ঠাগুলো ফাকা ছিলো?


হাত দিয়ে প্রথম দিকের কয়েকটা পৃষ্ঠা দেখালো মাহিম 


______ না, ওগুলোও আগেই লেখা।


_______আহ, এসব আগের লেখা।


_______হ্যা। ঐ সময়েরই লেখা। একটা লাইনও ফাকা রাখিনি। খুব শখের ছিলো…


_______এই লেখা ঐ সময়ের?


_______হ্যা।


_______কাম অন…


______আরে বাবা, ঐ সময়েই আমি খুব চিন্তা ভাবনা করে লিখতাম।


_______ প্লিজ মিস নীলা, নো ফান।


কেন, খুব কী পাকামী টাইপের লেখা হয়ে গেছে? বয়সের তুলনায় একটু বেশীই বুঝতাম আমি।


_______তা জানি, কিন্তু তাই বলে ভবিষ্যত

ও বুঝতেন নাকি?


_______ তা বুঝতাম কিছুটা… আমার চিন্তা ভাবনা…


_______আরে আপনার জিনিয়াসের কথা হচ্ছেনা, আমি বলছি সম্ভাব্যতার কথা। নীলা ভ্রু কুচকে তাকিয়ে রইলো?


_______ ধ্যাৎ, বুঝিনা। এটা আমার অনেক আগে লেখা ব্যাস। আর আমি সম্ভবত বেবী জিনিয়াস ছিলাম।


________ যত জিনিয়াস হোননা কেন পাঁচ বছর আগে আপনি ঠিক এক মাস আগের বাস্তব হুবুহু কাহিনী লিখবেন কিভাবে আপনি?


কথাটা না বুঝে হা হয়ে থাকলো নীলা,


_______ এই যে দেখেন, এখানে সেদিন পিকনিকের বর্ণনা আছে, বন্ধুদের সাথে কথা কাটাকাটির ঘটনা , 


তমার হঠাৎ হারিয়ে যাওয়ার ঘটনা আপনি বাচ্চা বয়সে লিখেছেন? 


নীলা উঠে প্রায় ছিনিয়ে নিলো ডায়েরীটা। 


নাহ, তেমন কোন ব্যাপার হলেও বছর খানিক আগে হয়েছে। ধুলো ময়লাগুলো অন্তত তাই বলে। 

লেখা পড়েই স্থির হয়ে গেলো নীলা। এগুলো তারই লেখা,


হায়রে আল্লাহ…


______কী আপনার লেখা না?


______ হ্যা। আমারই তো।


মাহিম কিছুতেই বিশ্বাস করতে পারছিলো না তবে এ নিয়ে আর কথা না বাড়িয়ে ডাইরি টা নীলার দিকে বাড়িয়ে দিয়েছিল, সেদিন থেকে ডাইরিটা আর পড়া হয়নি কাজের চাপে আজ এতোদিন পর আবার সেই ডাইরি কি কি


 যে লিখেছিলো বিন্দু মাত্র মনে নেই নীলার 


ব্যালকনিতে বসে নীলা একটু চিন্তা ভাবনা করে ডাইরিটার প্রথম পাতাটা খুলতেই দেখতে পেলো ছোট ছোট করে নিজের পরিচয় লিখে রেখেছিলো বাহ্ বেশ মজার তো 


যাই হোক ছোট বেলায় নিজেকে একটু বেশি জিনিয়াস ভাবতাম হঠাৎ মনে মনে ভাবতে থাকে নীলা 


এতো বছর পর নিজের ছোট বেলার পরিচয় দেখে নীলার বড্ড বেশি হাসি পেলো , 


পরের পাতায় লেখা ছিলো তারিখ ২৩ নভেম্বর সেদিন নীলার জন্মদিন ছিলো এটা সম্ভবত সে তার আম্মুকে উদ্দেশ্যে করে লিখেছিলো অনেকটা অভিমান নিয়ে তারপরের পাতায় বড় বড় করে লিখা ছিলো


 ' ভালোবাসি আম্মু ' 


তারপর তাদের আচমকা পীরগাছা থেকে চলে আসা স্কুলে না যাওয়ার জন্য আব্বুর হাতে মাইর খাওয়া,  

সবটাই লেখা ছিলো সেই ডাইরি তে 

সবটাই কতটা অদ্ভুত ছিলো তখন 


লেখা গুলো একটু বেশি আঁকাবাঁকা সে মুচকি হেসে এক এক করে পাতা উল্টাতে থাকে  


হঠাৎ একটা পাতায় গিয়ে তার চোখ দুটো আটকে যায় ডাইরির উপরে তারিখ ছিলো ২১ ফেব্রুয়ারি ২০১১

জীবনের প্রথম প্রেমের গল্প 


তারপর অনেক সুন্দর করে কিছু কথা লেখা ছিলো লিখা গুলো যেন এতো বছর পর বড্ড বেশি অচেনা হয়ে গেছে 


লেখা গুলোর দিকে নীলা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রথম ভালোবাসা যেন অন্যরকম অনুভূতি 


তবে সেই অনুভূতি আজ একটু বেশি ফ্যাকাসে হয়ে গেছে 


এখন সবটা জুড়ে শুধুই রিক্ত ।


Rate this content
Log in

Similar bengali story from Tragedy