Sougat Rana Kabiyal

Abstract

5.0  

Sougat Rana Kabiyal

Abstract

অণুর প্রত্যাবর্তন

অণুর প্রত্যাবর্তন

1 min
760


যেদিন বিয়ের জাঁকজমকে পরিপূর্ন ছিল অণূর বাপের বাড়ী, ছেলে বিদেশে বড় চাকুরে, দেখতেও সূদর্শন পুরুষ , তবে কতোটা পুরুষ সেটা অবশ্য অণূ বিয়ের পরে বুঝেছে ! তবে অণূর বর মানুষ ভালো, একেবারে গৃহপালিত স্বামী যাকে বলে ! সেদিন লাল-নীল বাতির বিয়ে বাড়ীতে যখন বরযাত্রী বরণে সবাই ব্যস্ত, তখন হঠাৎ মেঘ ঝরের গতিতে ঢুকেছিলো কনের ঘরে ! খিলখিল করে হেসে পরা সব তরুনীর ভিড়ে সেদিন শিশুর মত কেঁদেছিল অণূর পায়ে পড়ে, সেদিন অণূও কেঁদেছিল, কিন্ত ক্ষমা করতে পারেনি মেঘের সেই কাপুরুষত ! যখন দাদারা সব মিলে মারতেও মারতেও মেঘের পাঞ্জাবির আস্তিন চেপে ওকে বাড়ীর বাইরে বের করে দিয়েছিলো, সেদিন অণূর কাছে বিয়ের বাড়ীর লাল-নীল আলো খুব ঝাপসা হয়ে গিয়েছিলো, বুকে পাথর রেখে কাজল চোখের জল নিয়ে সাত পাঁকে গিয়েছিলো অণূ সেদিন ! কিছুই করার ছিল না হয়তো সেদিন অণূর, তবে আজ করার আছে ! 


Rate this content
Log in

Similar bengali story from Abstract