জন্মসূত্রে প্রাপ্ত নামঃ সৌগত ঘোষ । একজন সংসারপালিত ছন্নছাড়া মানুষ । পিতাঃ গৌর চন্দ্র ঘোষ, মাতাঃ শীলা ঘোষ ! কন্যা রাজশ্রী ঘোষকে নিয়ে রেলগাড়ির সংসার। ১৭ ই ফেব্রুয়ারি ১৯৮২ সালে জন্ম নেয়া একজন অতি সাধারণ আবেগ প্রিয় মানুষ, বসবাস বিভক্ত ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কলকাতার কেষ্টপুরে ! নিজের মনের ভেতর একটা... Read more
জন্মসূত্রে প্রাপ্ত নামঃ সৌগত ঘোষ । একজন সংসারপালিত ছন্নছাড়া মানুষ । পিতাঃ গৌর চন্দ্র ঘোষ, মাতাঃ শীলা ঘোষ ! কন্যা রাজশ্রী ঘোষকে নিয়ে রেলগাড়ির সংসার। ১৭ ই ফেব্রুয়ারি ১৯৮২ সালে জন্ম নেয়া একজন অতি সাধারণ আবেগ প্রিয় মানুষ, বসবাস বিভক্ত ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কলকাতার কেষ্টপুরে ! নিজের মনের ভেতর একটা ভয়াবহ বাউল পোঁকার বাস, সেই পাগলা বাউলের জন্য সামান্য মনগড়া কিছু লেখালিখি করেন ' সৌগত রাণা কবিয়াল ' ছদ্ম নামে৷ ভালোলাগে দুচোখ ভরে মানুষের সুখ দেখতে ! অবসরে নিজের লেখা গান গাইতে ভালোবাসেন,ভালোবাসেন কবিতা পাঠ করতে। লেখকের মতে শত প্রতিকূলতার মাঝে নিজের জীবনকে উৎযাপন করার নামই বেঁচে থাকা এবং সাহিত্য বাঁচে ভালোবাসায়, ব্যকরণ বক প্রাচুর্যে নয় ! নিজেকে বিশ্ব নাগরিক ভাবতে ভালোবাসেন ! লেখকের একমাত্র ও শেষ ইচ্ছে, মানুষের নিজের একটা ধর্ম হোক, যে ধর্মে পৃথিবীর সব মানুষের জন্য অভিন্ন ধর্মগ্রন্থ ও অনুশাসন সংবিধান থাকবে! মনুষ্যত্ব হবে মানুষের একমাত্র পরিচয় ! লেখকে ক্ষুদ্র লেখালেখির জীবনে একটি একক কাব্যগ্রন্থ ' বুক পকেটের কবিতারা' এবং দেশ বিদেশের প্রায় সত্তুরেরও উপর যৌথ কাব্য ও গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে! তাছাড়া এই পর্যন্ত হাজারের ও উপর দেশ বিদেশের বাংলা সাহিত্য পত্রিকায় লেখকের লেখা ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছে৷ সকলের জন্য শুভ কামনা রইলো, আনন্দময় হোক প্রিয় ধরিত্রী যাত্রা ! Read less