STORYMIRROR

Apurba Kr Chakrabarty

Classics Fantasy

4  

Apurba Kr Chakrabarty

Classics Fantasy

অচেনা পথেপর্ব - ১৯

অচেনা পথেপর্ব - ১৯

3 mins
317

বিনয় বলল "এখন সুস্থ বোধ করছ!"

"হ্যাঁ করছি!"

লাজুক মুখে আলুথালু আধ খোলা বুক ব্রাউজে ঠিকঠাক করে ঢেকে, বলল,

" কী যে হল বুঝতে পারলাম না। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়ে,বুকটা আনচান করছিল,মনে হচ্ছিল মরে যাব"

গোপাল কাঁদ কাঁদ হয়ে বলল,

" ভুতের গল্প বলছিলে তোমার কী ভয় করছিল মা!"

"না বাবা কেমন মনে হল কেউ যেন আমার বুকে খুব আঘাত করছে,শ্বাস কষ্ট আর খুব দুর্বলতার মনে হল অসার হয়ে যাচ্ছি ,আর কিছুই মনে নেই।"

বিনয় খুব উদ্বিগ্ন হয়ে বলল,

" আগে কখনও কোনদিন এমন হয়েছিল!"

"না দাদা, বিশ্বাস করুন আমার এমন তো কোনদিন হয়নি ! আপনার কত কষ্ট হল, ঘুম নষ্ট হল,কাল আবার আপনাকে ডিউটি যেতে হবে।"

"ঐ নিয়ে ভাবছি না।আজ আমি বাড়িতে,গোপাল জেগেছিল, ও ছুটে আমাকে ডেকে আনল।আমি যদি ঘরে না থাকতাম বা গোপাল ঘুমিয়ে যেত! তোমার যা হয়েছিল বড় বিপদ হয়ে যেত।বড় চিন্তায় ফেললে আমাকে।"

"দাদা এত ভাববেন না।আমি সুস্থ আছি।আপনি ও ঘরে গিয়ে নিশ্চিন্তে ঘুমান।আর গোপাল এসো বাবা।এবার গল্প টা শেষ করি।"

গোপাল বলল,

"না মা তুমি ঘুমাও আর এতরাতে তোমার কাছে গল্প শোনার কোন দিন আবদার করব না। তুমি ঘুমাও মা।"

তারপর ময়নার মুখে মাথায় হাত বুলাতে গেল।

ময়না গোপালের কপালে চুম খেয়ে বলল,

" পাগল ছেলে আমাকে এত আদর করতে হয় না।তুমি বাবা আমার পাশে শুয়ে এবার ঘুমাও।"

বিনয়কে খুব উদ্বিগ্ন দেখাচ্ছিল। বলল,

"কোন অসুবিধা হলেই আমাকে ডাকবে ঘুম নষ্ট হচ্ছে ভাববার দরকার নেই। আমার অনেক রাত জাগা অভ্যাস আছে।"

"ঠিক আছে দাদা,এবার আপনি একটু বিশ্রাম নিন।"

গোপাল ময়নাকে কত আদর করে দুহাত দিয়ে জড়িয়ে শুয়েছিল।ময়নাও গোপালকে খুব স্নেহে আদরে দুইবাহু সংলগ্নে জড়িয়ে শুয়েছিল ।ময়না শরীর ভিতর ভিতর ঘামে ভিজে গেছিল। ফ্যানের হাওয়ায় ময়নার গায়ের পোষাক খানিক শুকনো হতে না হতেই খুব অবসন্ন ক্লান্ত শরীরে ময়না ঘুমে আচ্ছন্ন হল।

সকালে ঘুম থেকে উঠে থেকেই বিনয়ের মনে একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছিল। ময়নার নিশ্চয়ই কোন অসুখ আছে,না হলে গতরাতে হঠাৎই এমন মরনাপন্ন দশা হল কেন! এমন একজনের ভরসায় গোপালকে তার ভরসায় বাড়িতে রেখে যাওয়া কতটা নিরাপদ!

ময়নাকে চা খাবার পর তার চিন্তা আশঙ্কার কথা বলল,

ময়না ভীষণ বিব্রত হয়ে বলল,

"দাদা মা সর্বমঙ্গলার দিব্যি এমন কোনদিন আমার এমন হয়নি ,তাহলে খদ্দের আসত না, আমাকে ঐ মস্তান গুলো মেরেই ফেলত, ভাবত আমি অসুস্থর অভিনয় করছি।এই অবস্থায়,আমার তখন জ্ঞান ছিল না,গোপাল বলল,আপনি আমার বুকে কত ম্যাসেজ করে আর মুখে ফুঁ দিয়ে হাওয়া দিয়ে আর গোপাল আমার হাত পায়ের তলা ঘষে ঘষে সুস্থ করে বাঁচালেন।আমি তো ঘেমে খুব হাঁপাচ্ছিলাম চোখ বড় বড় করে মরন দশা, শান ছিল না !"

বলতে বলতে ময়নার দুচোখ জলে ভরে আসে। আর্দ্র আবেগ জড়ানো গলায় বলে,


" আপনি ঈশ্বরের এক রূপ। আর শয়তান গুলো হলে ঐ অবস্থায় আমাকে চেপে ধরে শরীর ভোগ করত তা হলে মরে যেতাম। আমি আপনাকে মিথ্যা বলে পাপ করব না দাদা। আমার কোন অসুখ নেই,এমন কোন দিন হয়নি।"

বিনয় বলল,

"ঠিক আছে মানলাম তোমার আগে কোন দিন এমন হয়নি,হঠাৎই কাল হল, হয়ত কোন জটিল রোগ, তুমি জানো না,তোমার শরীরে দেখা দিয়েছে।

আবার যদি এমন অসুস্থ হও আর আমি বাড়িতে না থাকি! গোপাল বাচ্চা ছেলে কী ও করবে! মরে পড়ে থাকবে তো?"

"দাদা আপনার কাছে তো আমার মোবাইল ফোনটা আছে,ওটা দিয়ে যাবেন,একটু অসুস্থবোধ লাগলেই আপনাকে জানাব। "

বিনয় একটু চিন্তা করছিল ময়না কেমন অপরাধীর মত বলল,

"কেন ভাবছেন দাদা! গোপালকে কাল মোবাইল নিয়ে খেলতে দিয়েছিলাম,ওকে অন্তত ফোন এলে ধরা আর ফোন করা শিখিয়ে দিন। যদি মনে হয় আমি আবার এমন হঠাৎ অসুস্থ হব, গতকাল রাতের মত আমার খুব বাড়াবাড়ি হবে!তখন আপনাকে গোপাল না হয় ফোন করে আপনাকে জানাবে।"

"গোপালকে ফোন করা আর ফোন রিসিভ করা অন্তত শিখিয়ে দিলাম সেটা ঠিক আছে, ভাল বুদ্ধি। কিন্তু গোপাল আবার নার্ভাস হলে! তার চেয়ে আমি আমি কাজের মাসীকে বলব রাতে থাকতে।"

"দাদা এত ভাববার নেই একদিন হয়ত গ্যাস অম্বল হয়েছিল বুঝতে পারি নেই। অনেক কিছুই তো লোভ করে খেয়েছিলাম। এত সব খাওয়া অভ্যাস নেই।"

বিনয় যেন ময়নার কথায় একটু আশ্বস্ত হল বলল,

" ঠিক বলছ এটা হতে পারে।তুমি খুব দুর্বল নার্ভাস দেখছি তো।আমি দেখি তোমাকে কদিন যাক।একটু বর্ধমানে এই সব রং চড়ানো পেপারের খবরটা থিতিয়ে যাক,তোমাকে একজন ভাল ডাক্তার দেখাব।"

দাদা আমি সুস্থ, অভাবে ছিলাম, মনে বিরাট চাপ ছিল সঙ্গে কত খদ্দের খারাপ ব্যবহার কষ্ট যন্ত্রনা রাত জাগা আর তো এসব নেই, আপনা আপনি ঠিক আমার শরীর স্বাস্থ্য ভাল হয়ে যাবে।ডাক্তার দেখানোর কথা বাদ দিন। "

"ঠিক আছে একমাস দেখি তারপর সিদ্ধান্ত নেবো।"


Rate this content
Log in

Similar bengali story from Classics