Apurba Kr Chakrabarty

Romance Tragedy Crime

4.0  

Apurba Kr Chakrabarty

Romance Tragedy Crime

অজানা পথে পর্ব-৪০

অজানা পথে পর্ব-৪০

3 mins
227


ডাক্তার বনশ্রী একটু গম্ভীর মুখে বললেন 

"মেয়েটার হাবভাব আচরণ কথা শুনে মনে হল।ওর একটা দুঃখজনক অতীত আছে,ও বলতে চাইছিল না তবে মানসিক দিকে ভীষণ দুর্বল নার্ভাস আর শরীর নিয়ে ভীষণ রিজার্ভ থাকতে চায়,যে কারনেই হোক ওর এক অজানা ভয় আছে,ও সুস্থ থাকার অভিনয় করে।শরীরের কোন অসুখ বিসুক বা কষ্ট যন্ত্রণা যাইহোক প্রকাশ করতে চায় না।"

"কেন ম্যাডাম ওর এই অভিনয়ের দরকার কী?"

"হয়ত কোন রহস্য আছে,আমি সেই সন্দেহ বশত ওর ব্লাড কালচার সহ যাবতীয় ব্লাড টেস্ট করতে কিছুই বাদ রাখি নেই।সবকিছুই পয়েন্ট ধরে ধরে রিপোর্ট করতে লিখে ছিলাম।ও আপনার ছেলের মা হিসাবে ঘনিষ্ঠভাবে মেলামেশা করে।আমি একজন ডাক্তার হিসাবে আপনার ছেলের নিরাপত্তার স্বার্থে মেয়েটির

কোন জটিল সংক্রমণ রোগ ব্যাধি ,সেক্স ডিজীজ্ বা ক্ষতে ইনফেকশন হয়েছে কীনা টেস্ট করা খুব জরুরী মনে হচ্ছিল।যাক এখন দেখলাম মেয়েটির মেডিক্যাল টেস্টের ওর ব্লাড ইউরিনের যা রিপোর্ট এসেছে,চিন্তার কারন নেই।কোন ধরনের ওর শরীরে রোগ পীড়া নেই।

তবে ওকে একটু যত্ন নেবেন,শরীরে ব্লাডের ঘাটতি, হিমোগ্লোবিন নরম্যাল থেকেও অনেকটা কম,ওর লো প্রেসার একটু থাকায় দুর্বল ভীষণ নার্ভাস।

আমার সাথে কথা বলতে ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে হাত পা কেমন কাঁপছিল।হার্ট শরীর দুর্বল ভীষণ নার্ভাসনেস এসবের লক্ষ্যণ। ভাল পুষ্টিকর খাবারের সাথে ওর মনে সাহস ভরসা আনা দরকার। মেয়েটি ভীষণ নিরীহ সৎ আমার যেটূকু দেখে অনুমান হল।"

অভির যেন ময়নার জন্য মনটা দরদে ভরে গেছিল। বনশ্রী ম্যাডামকে তাই বলল,

"ও জীবনে অনেক আঘাত পেয়েছে খুব ভীতু গতকাল রাতে এমন ভয় পাচ্ছিল--"

"এমন হতেই পারে শরীর দুর্বল জ্বর অবস্থায় এমন ভয় পাওয়া বিচিত্র নয়।"

অভি মনে মনে ভাবল আবার আমি ধমক সুরে খুব বকাঝকা করছিলাম,মারধর, জলবিচুটি দিয়ে ওকে চাবকানো!এসব কথা রাগের মাথায় ওর অসুস্থকালে বলাটা খুব ভুল ছিল।মেয়েটা এতটাই অসহায ভয়ে

কেঁদে কেটে আচমকা গোপালের সামনেই আমার

পাদুটো জড়িয়ে ধরে কাঁদছিল।মনে মনে নিজের উপর অভির খুব ধিক্কার লাগল। মুখে বলল,

"ম্যাডাম ওর শরীর যাতে দ্রুত সুস্থ হয় ,ভাল ভাল শক্তিবর্ধক টনিক লিখে দিন।"

ডাক্তার ম্যাডাম বললেন "আমি সব লিখে দেবো ওকে নিময় করে ওষুধ খেতে হবে, ওর ক্ষতটা প্রত্যেক দিন সকালের দিকে গরম জলে পরিমাণ মত ওষুধ মিশ্রণ করে ধুয়ে একটু মুছে তার পর লোশন লাগাবে।নিজে না পারলে আপনি সাহায্য করবেন। প্রেসক্রিপশনে গত কাল ক্ষতস্থান মলম কতবার দিনে লাগাবে নিয়ম আর গরম এক লিটার জলে কী পরিমাণ লিকুইড ওষুধটা মিশ্রণ করতে হবে সব ডিটেইল লেখা আছে।ঠিক মত দেখে নেবেন।"

"এত বড় আঘাত ও আমায় জানায়নি ম্যাডাম!"

"গতকাল ও আমাকেও বলল, এসব আপনাকে না জানাতে।ও ভীষণ নার্ভাস ছিল, আপনাকে গতকাল ওর সামনে একথা বলি নেই,আমার একটু সন্দেহ ছিল মেয়েটিকে কোন অপরাধ পল্লি থেকে উদ্ধার করেছেন। মেয়েটা যৌন শোষনের শিকার।ওর মেডিক্যাল টেস্ট রিপোর্ট ছাড়া আপনাকে কিছু বলতে চায়নি।আপনার শিশুর যে নিরাপত্তা জড়িয়ে।মেয়েটি আপনার ছেলের সেবা যত্ন করতে ঘনিষ্ঠ মেলামেশা করে বলছিল।তবে

আর কোন ভয় সংশয় নেই।"

অভি ভাবছিল সে ভীষন ভুল করেছিল।বেশ্যা পতিতা মেয়েদের থেকে সে দশ হাত দুরে থাকে।সেই আমি এত দরদ মেয়েটির উপর হঠাৎই হল কেন, নিজেই অবাক হচ্ছিল। মেয়েটিকে মায়া করে আশ্রয় দিয়ে, বিশ্বাস করে তার খারাপ কিছু হয়নি। একটা নিরীহ নির্ঝঞ্ঝাট মেয়ে তার ঘরে সর্বক্ষণের জন্য ছেলের সেবা যত্ন করার কাজে পাওয়া কম ব্যাপার নয়।রেজিস্ট্রেশন ম্যারেজ অ্যাক্টে মেয়েটাকে বিয়ে করলে ওর নিরাপত্তার সাথে সাথে আমার আইনী ঝামেলা থেকে মুক্তি।এমন গোপালের আর সংসারে দেখভালের জন্য এক বিশ্বাসী মেয়ে পেয়েছি,ওর আর কোন আশ্রয় নেই,এ এক মস্ত বড় সুবিধা। চব্বিশ ঘণ্টা তিনশো পঁয়ষট্টি দিন ওর নিরবিচ্ছিন্ন সার্ভিস পাওয়া যাবে। সত্যি কারের বিয়ে করা বৌ হলেও তার বাড়ি যাওয়ার ব্যাপার থাকে কত সব ঝোঁক বায়না! আমি যা খুশী মত ওকে দেবো ও তাতেই সন্তুষ্ট। জেতা জেতা ভাব নিয়ে একটু খুশী মনে অভি ডাক্তার ম্যাডামকে বলল,

"আমি ভাবছি মেয়েটাকে রেজিস্ট্রারী ম্যারেজ করে ওর একটা ভবিষ্যত নিরাপত্তা দেবো।"

"খুব ভাল প্রস্তাব,আমার এ প্রস্তাব আপনাকে দিতে সমীহ হচ্ছিল,এসব ব্যক্তিগত ব্যাপারে প্রস্তাব মতামত

আমি দিতে পারি না,তবে যখন স্ত্রীর পরিচয় দিলেন সন্তানের মা বলছেন, তাকে আইনী অধিকার দেওয়া দরকার। এতে ওর মনোবল বাড়বে।"

          ক্রমশ 


Rate this content
Log in

Similar bengali story from Romance