Shyamasree Karmakar

Comedy Others

3  

Shyamasree Karmakar

Comedy Others

আমরা বাঙ্গালী

আমরা বাঙ্গালী

1 min
199



একদিন মেট্রোরেলে নেতাজী থেকে উঠেছি,ভীড় না থাকায় বসার জায়গা পেয়ে গিয়েছি।আমার খুব বাজে স্বভাব মেট্রোয় যদি কোনায় বসার জায়গা পাই,ঘুমিয়ে পেয়ে যায় আমার।যাইহোক কালীঘাটে বেশ ভীড় হয়ে গেল,তবে দাঁড়ানোর জায়গা যথেষ্ট রয়েছে,মেট্রোয় কোলাহল খুব বেশী হয়না।এমন সময় আমার নিদ্রা ভঙ্গ হলো একজন অবাঙ্গালী মা আর উনার ক্লাস টেনের তনয়ার কথোপকথনে।অনর্গল ইংরেজিতে কথোপকথন করছে তারা,মাঝে মাঝে হিন্দিও প্রবেশ করছে,স্কুল থেকে বই দিয়েছে তাই দাঁড়াতে পারছেন না মা মেয়েতে।আমার কোলে আমারই ঢাউস ব্যাগ,তাই চাইলেও সাহায্য করতে পারলাম না।এমন সময় ধর্মতলায় মেট্রো থামতে হুড়মুড়িয়ে অনেক যাত্রী উঠে পড়লো। সেই মেয়েটির আঘাত লাগাতে মেয়েটি " ও মা গো।" বলে চিৎকার করে উঠাতে ভদ্রমহিলা উৎকন্ঠিত ভাবে বললেন " কি রে মা খুব লেগেছে? দেখি কোথায় লেগেছে? " তারপর পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে বললো " চোখের মাথা খেয়েছো?দেখে চলতে পারো না?"। বলে মেয়ের দিকে ব্যস্থ হয়ে পড়লেন। আমি হেসে নব আবিস্কৃত দুই প্রজন্মের বঙ্গ ললনাদ্বয়কে দেখে অদূর ভবিষ্যতে বাঙ্গালীর অস্তিত্বর কথা চিন্তা করে আবারও চোখ বুজলাম। কারণ আমার গন্তব্য এখনো অনেক দূর। 



Rate this content
Log in

Similar bengali story from Comedy