আলোয় ভুবন ভরা
আলোয় ভুবন ভরা
আলোয় ভূবন ভরা।
তুমি যে নামেই আসো না বুকে আশা বা প্রত্যাশা।তোমায় নিয়ে প্রতিনিয়ত আমার পথ চলা। তোমার লাঙলের ফালে আমার মনের ক্ষেতে নিত্য নতুন ইচ্ছে ফসল। তাই খেয়ে আমি করি জীবন ধারণ।
পঙ্গপালের দল কখনো কখনো খেয়ে দেয় সব ফসল। তবু তুমি নতুন করে নিজেকে সাজিয়ে আসো আমার বুকে। আবার আমি চলতে থাকি পথ টলমলো পায়ে। তোমার জোরে আবার ফলে নতুন নতুন ইচ্ছে, সংকল্প। আমি ছুটতে থাকি দাম সামনে যতো।
তোমার আড়ালে থেকে একদিন উঁকি দেয় ভালোবাসা। সারা বক্ষ জুরে তুমি করো রাজত্ব। তোমার ডানার ঝাপটায় ফুরফুর করে দক্ষিণা মলয় বয় মনে। হাঁটবো পথ রেখে হাতে হাত। কৃষ্ণচূড়ার তলে বসে মাথা রেখে তার কোলে চেয়ে থাকবো অপলক দৃষ্টিতে। দেখবো আমার সারা জগতটাকে ওই মুখে। আমি বেঁচে আছি সেই আশে। আমার হবে শুভদৃষ্টি, করবো মালাবদল, ঘুরবো সাতপাকে তোমায় নিয়ে বুকে। আমার একজন নিজের মানুষ হবে, সংসার হবে, সন্তান হবে।
তোমার পদচারণায় কত রঙ আমি হেরি নয়নে নয়নে। ফাগুনের কৃষ্ণচূড়া যেমন সারা গা ভোরে দেয় লাল ফুলে তুমিও তেমনি আমার ভূবন ভরিয়ে দাও রং-বেরঙের শতশত নবনব কল্পনাতে। তোমার রঙ থেকে ঠিকরে আসা আলো ভরিয়ে দেয় আমার ভূবন। আশা তুমি আমার আলোয় ভূবন ভরা।