STORYMIRROR

Nityananda Banerjee

Comedy Romance Others

3  

Nityananda Banerjee

Comedy Romance Others

যুগ-সম্মিলন ( সনেট)

যুগ-সম্মিলন ( সনেট)

1 min
165

বিদেহী বিচিত্র মন শিশির সন্ধ্যায়;

নিবেদিতপ্রাণ রূপে মিলনের বেলা,

সুরভিত দায়ভার রজনীগন্ধায় ;

মাঙ্গলিক দ্যূতিসম প্রজন্মের খেলা ।


কুয়াশা শিশিরবিন্দু রিক্তচিত্ত যথা,

তরুণ তরুণীহীন গিরিতট বাহি',

বনবীথিচ্যুত পত্র অবৈষ্ণব কথা,

সহসা গীতার বাণী বক্ষে অবগাহি।


যারা ছিল একদিন; দিয়েছিল বাক্য,

দৃঢ়চিত্ত স্থিতধীর নৈরাশ্য নিষ্ঠুর,

নশ্বর নীরব আজি বাকবদ্ধ শাক্য,

আমার আকুল প্রাণ শুনিতেছে সুর


বাসন্তী হৈমন্তী তথা শারদীয়া বেলা,

ক্ষণতরে পরিণত মিলনের মেলা।



Rate this content
Log in

Similar bengali poem from Comedy