যুদ্ধবাজদের ক্ষমা করে না সংসার
যুদ্ধবাজদের ক্ষমা করে না সংসার


পঞ্চশীল অনুসারী বীর সৈনিক তোমরা,
বিনাঅস্ত্রে গিয়েছিলে করতে আলাপচারিতা;
প্রস্তুত ছিল হিংস্র সৈন্য চিনা,
নিলো প্রাণ কোন প্ররোচনা বিনা।
সময় হয়েছে এবার সামরিক নীতি পরিবর্তনের,
শীল নয়, হিংসা দিতে হবে ওদের হিংসার উত্তরে,
আমরা আপামোর ভারতবাসী
সদাই তোমাদের সাথে আছি।
সাম্রাজ্যবাদের দৃষ্টিতে সামান্য ভূখন্ড গালওয়ান,
হতে পারে অসংখ্য সাধারণ সৈন্যের প্রাণের সমান,
যাদের বাড়ির ছেলে যায় দেশরক্ষার্থে
তাদের অন্তরের কথা আছে জ্ঞাতার্থে?
আকাশ-জলে-স্থলে ভারতকে ঘিরে ফেলার বাহাদুরি,
প্রতিবেশিদের কাছে পেতে চাও সমীহের আহামরি,
প্রাণ দিল তোমার যে বীর সন্তানটি,
গিয়েছিলে তার বাবা-মায়ের বাড়ি?
দায়িত্ব সেরেছো পাঠিয়ে কোন অধঃস্থন কর্মচারী
বুক ফুলিয়ে ঘোষণা করেছো সাহায্য কিছু ইউয়ান
ফিরিয়ে দিতে পেরেছো মাকে সন্তান
ফিরিয়ে দিতে পেরেছো পত্নিকে পতি?
মনে রেখো ইতিহাস ফিরে ফিরে আসে বারবার
যুদ্ধবাজদের ক্ষমা করেনি, করেনা, এই সংসার।