যুদ্ধ
যুদ্ধ
যুদ্ধ নয় সমাধান কোন সমস্যার ;
পৃথিবীর শ্রেষ্ঠ জীব মনুষ্য কি বোঝে ?
প্রকৃতির ধ্বংসলীলা ফল তপস্যার ,
অহংকারী নরকুল যুদ্ধ শুধু খোঁজে ।
অকারণ হত্যালীলা পশুও করে না;
খাদ্যের অভাব হলে অবশ্য তা' অন্য,
মানবিক বোধশক্তি মনুষ্য স্মরে না ;
দম্ভ তার পেশীবল অর্থবল জন্য ।
সভ্যতার আশীর্বাদ পদতলে দলি' ,
জপে মুখে অবিরাম ধ্বংস চাই বলে,
ক্ষতির ভাণ্ডার তারো যেন কথাকলি,
প্রাণনাশ বিত্তনাশ সবি যায় জলে ।
ভাই ভাই ঠাঁই ঠাঁই; নাশমন্ত্র বোঝো,
যুদ্ধ নয়; শান্তি চাই আত্মীয়তা খোঁজো ।
