Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Sudeb Bhadra

Tragedy

3  

Sudeb Bhadra

Tragedy

যন্ত্র মানব(2)

যন্ত্র মানব(2)

1 min
11.9K



অপ্রস্ফুটিত ভোর

সূর্যের আলোয় সমস্ত আকাশ নীল হয়ে গেছে

যেন মনে হচ্ছে

এই অনন্ত আকাশখানি একটু লজ্জা পেয়েছে

তার অনন্ত দেহখানিতে 

একবিন্দু সৌরকিরন মেখে নিয়ে নতুবা

কোনো এক বিষধর নাগ 

তার এক ছোবলে আকাশটাকে 

নীল করে দিয়েছে।। 


সারা রাত জেগে যারা পাহাড়া দিয়েছিল

এই অনন্ত আকাশখানিকে

তারা এখন নিদ্রামগ্ন

চারিদিকে শুধুই নিস্তব্ধতা বিরাজমান

তারই মাঝে শোনা যাচ্ছে

পাখির মিষ্টি কোলাহল

যেন তারা সকলকে বলছে-"ওঠো জাগো

আর ঘুমিয়ে থেকো না

তোমাদের কাজ শুরু করো"

আর নম্র শান্ত বাতাস তার একাজের সঙ্গী

তাদের যৌথ প্রয়াস যেন 

প্রকৃতিকে নতুন রূপ দিতে চায়।। 


হঠাৎ

এ কি শব্দ, এ কিসের শব্দ

প্রকৃতির সমস্ত সৌন্দর্য তছনছ করে দিয়ে

তার খেলা খেলছে

না

এতো খেলা নয় অন্যকিছু আরও কিছু

পৃথিবীর বুকে হিংস্র জন্তুরা জেগে উঠেছে আর

তারাই এই কাজে অংশ নিয়েছে

শ্রেষ্ঠ

তারা যে পৃথিবী শ্রেষ্ঠ জীব

"মানুষ"। যন্ত্রের মানুষ, যন্ত্রমানব।। 


আর তো পাখির ডাক শোনা যায় না

বাতাস যে আর বইতে পারছে না

কে যেন তার পায়ে শেকল পরিয়ে দিয়েছে

যে প্রকৃতি যুগ যুগ ধরে পালন করলো তাদের

আর তারাই আজ পালিত মায়ের 

সৌন্দর্যহরনে উদ্যত

সত্যিই এরা যে পৃথিবী শ্রেষ্ঠ জীব

""মানুষ""।।


           


Rate this content
Log in

More bengali poem from Sudeb Bhadra

Similar bengali poem from Tragedy