STORYMIRROR

Sanghamitra Roychowdhury

Tragedy

2  

Sanghamitra Roychowdhury

Tragedy

যখন হৃদয় ভাঙে

যখন হৃদয় ভাঙে

1 min
1.8K


হৃদয় কি সত্যিই ভাঙে, নাকি কথার কথা?

যদি বা সঠিকই হয় হৃদয় ভাঙার কথা.....

সে কি আওয়াজ করে ভেঙে দেয় খুব ব্যাথা?

নাকি ভাঙাভাঙির খেলায় মাতে কেবল মাথা!

হৃদয় ভাঙলে কি রক্ত ঝরে, বেদনা খুব হয়?

সেই হৃদয় কি চিকিৎসাযোগ্য, হয় নিরাময়?

যদিও বা নিরাময় হয়, ভাঙার ক্ষতদাগ কি রয়?

আর ভাঙা হৃদয়ের টুকরো যদি হয় নয়ছয়?


এরপর একটা তবে-তবু-তথাপি শব্দবন্ধ রাশি,

ভাঙলে হৃদয় শাস্তি তো নেই, চোখ দুটি বানভাসি,

হৃদয় ভাঙার শব্দে কান্নাভেজা মনমরা এক হাসি,

সয়ে নেয় ক্ষরণ বন্যা-প্লাবন আর ভালোবাসাবাসি!

যখন হৃদয় ভাঙে, যায় না দেখা, যায় না শব্দ শোনা,

তবে ভাঙলে হৃদয়, হৃদয়ধারী চব্বিশ ক্যারাট সোনা।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy