যে জন্যে
যে জন্যে


কবিতা লেখার জন্য কবিতা লিখি না আমি
তোমার প্রতিটা যতি চিহ্নের পরই শুরু হয়
আমার কবিতা|
প্রতিটা বিশেষণে তোমার ছদ্মবেশে ভিড়
প্রতিটা বিশেষ্যেও তোমারই যাতায়াত
প্রতিটা ক্রিয়া প্রতিক্রিয়ায় তুমি
প্রতিটি সর্বনামেও তাই|
কবিতা লেখার জন্য কবিতা লিখি না আমি
তোমার প্রতিটা বাক্যবাণের জবাব
আমার কবিতা|