STORYMIRROR

Srabani Gupta

Classics

3  

Srabani Gupta

Classics

নতুন বাড়ি

নতুন বাড়ি

1 min
689

ঘরটা বড়ো হলেও,

ছোট্ট ছোট্ট অকিঞ্চিৎকর কিছু জিনিস দিয়েই

বেশ গুছিয়ে নিয়েছি আমি,

এক কোনে রেখেছি একটা টব,

সময় করে চারাগাছ লাগাবো শিগ্গির,

জানলার ওপরে একখানি ফ্রেম,

দরজার পাশেই টেরাকোটার ঘোড়া,

রাজস্থানি একখানি চাদর, যা কখনো মামাতো বোন উপহার দিয়েছিল, সেটাকে দিয়ে বসার ঘরটা বেশ জমকালো বানিয়ে ফেলেছি|

আসলে ছোট্ট ছোট্ট জিনিস দিয়েই সুন্দর বানানোর কাজটা ছোট থেকেই বেশ সুন্দর করে শিখিয়ে দিয়েছে মা,

বাবা শিখিয়েছে কি ভাবে ঘোড়ার মতন ছুটতে হয়,

মাসির কাছে রন্ধনশৈলীটাও শিখেছি আগেই,

পিসির কাছে সেলাই|

বেশ চলছিল কোন সমস্যা ছাড়াই,

সমস্যা দেখা দিল তখনই যখন দেখলাম,

আমার মনটাকে যত্ন করে রাখবার মতন এবং

জল দিয়ে সার দিয়ে সেটাকে আরো প্রস্ফুটিত করে তোলবার মতন একটা পরিচ্ছন্ন হৃদবারান্দা কোথাও নাই|

আসলে আগে থেকে কেউ খেয়ালই করে না যে

সামান্য উপাচারে যে ভাবে ঘর সাজানো যায়,

সামান্য ভালোবাসাও লাগে বাঁচার জন্য,

শুধু কারো হৃদয়মাঝে একটা পরিচ্ছন্ন বারান্দা থাকা চাই.....


Rate this content
Log in

Similar bengali poem from Classics