ইচ্ছে
ইচ্ছে
বন্ধ জানালার কাছে ধূলোরা যেভাবে জমা হয়,
যে ভাবে জমে রাত্রি সদ্যস্নাত প্রেমিকার অগোছালো খোঁপায়, তোমায় সেভাবে ভালোবাসতে ইচ্ছে করে খুব|
ইচ্ছে করে বৈঁচিঝোপের মধ্যে দিয়ে তোমায় সঙ্গে নিয়ে চলে যাই সেখানে,যেখানে ঝিঙেফুলের রঙ তোমার আমার শরীরদুটোকে এমন ভাবে মিলিয়ে দেয় যেন দেখলেই মনে হয় নববধূর গায়ের থেকে খসে পড়া হলদে শাড়ি ছড়িয়ে আছে নদীর ধারে| যে ভাবে উথলে ওঠে জল চাঁদ কাছে এলে, যে ভাবে উজানপানে তরতর করে বয়ে যায় সর্বনাশী পার ভেঙে , সেভাবেই হাঁটতে চাই তোমার আঁকাবাঁকা কোমর ছুঁয়ে থাকার লোভে| গত তিন রাত এভাবেই চাঁদ দেখে গেছি আমি| আচ্ছা, চাঁদের গায়ের কলঙ্কদের মতন তোমার সাথে অমন করে লেগে থাকলে কেমন হয়? কেমন হয় যদি তোমার সবটুকু ভালোর মাঝে সবটুকু আলোর মাঝে একটুখানি অন্ধকারই হই? এসব ধূলো এসব সর্বনাশি ঢেউ এসব কালো মাঝে মাঝে বেশ সুখের হয় জানো| কেন না সবটুকু ভালো যে সবসময় সয় না...