আবির আবির
আবির আবির
আবির,
তোমারতো এখন কোন রঙ নেই
হলুদে সবুজে ফিরোজায় গোলাপে তুমি এখন একাকার,
তোমার গন্ধটুকুই এক, ফেলে আসা দিনের মতন
দিব্যি মিশে যাও প্রতিটা নিষ্কলুষ শরীরে
রোমকূপে তোমার আশ্চর্য অবস্থান আজও
আনন্দঘন খেলার নির্লজ্জ বারতায়
তুমিতো কোন দোষ করোনি
তুমিতো বেসেছ ভালো বারবার
ঘোলাটে চোখে যারা তোমায় দোষ দেয়
তারাইতো রঙীন হওয়ার সাধে থাকে অপেক্ষায়|
আবির,
আমিতো সাদা শাড়ির ব্যস্ত দাপট
বর্ণহীন গন্ধহীন ভীষণরকম দীন
তোমার কাছে পাওয়ার আশা ক্রমশ হয় ক্ষীণ
তবু জানি গোধূলবেলায়
চুপিসারে আসবে তুমি
রাঙিয়ে যাবে গহীন মনের সকল কালোর দিন
হাজার রকম রঙে মিশে
ভাসব স্বাধীন স্বাধীন
তোমায় নিয়ে মাখব আতর
শুধব সেদিন যা কিছু সব কুড়িয়ে পাওয়া ঋণ|