ঘুমোতে ইচ্ছে হয়
ঘুমোতে ইচ্ছে হয়


সুড়ঙ্গ যে আঁকিবুকি ভালোবাসে,
তাকেতো তোমরা শহর বলেই জানো,
শরীরেও কতো ফুটোফাটা জ্বর থাকে,
তাকে কি তোমরা মেপেছ কক্ষনো?
জানো কি বিষাদ কতটা ভয়ঙ্কর?
সুড়ঙ্গতো নদীকেও শুষে নেয়,
তাইতো তোমার আধখানা ডাকনামে
শহরে আমার শিরোনাম লেখা হয়,
যতটা চেয়েছি ভালোবাসা পেয়েছি কি?
জানতে কি চাও শহরের বাঁকে দাঁড়িয়ে?
ফুটোফাটা জ্বরে প্রলেপ লাগাতে চাইলে
গুহার আঁধারে নেমে আসতেও হয়,
শহর তোমায় শরীরই চেনায় ভালো,
মনটার তাই ঘুমোতে ইচ্ছে হয়....