কি অশান্তি
কি অশান্তি
কুয়োর উপর ঝুলছে কাঠের বালতি,
কয়েক লিটার জল ঢেলে ঘুম শান্তির,
ওদিকে যে হাত কালো হয় ঐ মেয়েটার,
আমার কি আর যায় আসে?নেই চিন্তার,
ধোঁয়া ওঠা ব্রেকফাস্টে ফুল সংসারী,
তুমি ভাবছ ফার্স্ট পেজটা তবুও দরকারি,
আমি ভাবছি দখল কে নেবে লালকেল্লায়,
চলো পাঁচকাঠা জমি কিনে ফেলি খুব সস্তায়
এখন হয়তো, বেড়ে যাবে হু হু মাত্রায়
মেট্রোর কাজ শেষ হলে, এই যাত্রায়
পার পেয়েছি এ শহরে জন্মে, নয়তো
কবি না হয়ে জন্মান্ধ হতাম হয়তো,
আহা, নয় কথা নয় কথা চুপ থাকি বেশ বেশ,
নয়তো ক্যালাবে সব নাগরিক এসে শেষমেশ,
চলো মোবাইলে নেই নেটওয়ার্ক, নাও সামলাও
উত্তরে কোন শহর পুড়ছে দাউদাউ,
তবে এ শহরে দুই টাকা চালে, পাত শেষ
গরিবজাদাও বিন্দাস থাকে নেই ক্লেশ,
আচ্ছা, তাহলে কূয়োর উপর বালতির?
কি হলো কেউ খবর নেয় না শান্তির?
কেউ কেন নেবে বলো খবর,
কি হলো শান্তির?